পানছড়িতে সেনাবাহিনীর অভিযানে ইউপিডিএফ এর সশস্ত্র সদস্য আটক - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, নভেম্বর ১১, ২০২৫

পানছড়িতে সেনাবাহিনীর অভিযানে ইউপিডিএফ এর সশস্ত্র সদস্য আটক

 

পানছড়িতে সেনাবাহিনীর অভিযানে ইউপিডিএফ এর সশস্ত্র সদস্য আটক
পানছড়িতে সেনাবাহিনীর অভিযানে ইউপিডিএফ এর সশস্ত্র সদস্য আটক

মো: নাজমুল হোসেন ইমন, স্টাফ রিপোর্টার :

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার মরাটিলা এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ অভিযানে ইউপিডিএফ (মূল) এর এক সশস্ত্র টোল কালেক্টরকে আটক করা হয়েছে। সোমবার (১০ নভেম্বর) সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।


সেনাবাহিনীর অভিযান দলটি মরাটিলা এলাকায় ইউপিডিএফ (মূল) এর সশস্ত্র সদস্যদের একটি গোপন আস্তানা ঘেরাও করে তল্লাশি চালায়। এসময় সেখান থেকে ইউপিডিএফ (মূল) এর সশস্ত্র টোল কালেক্টর মিলন ত্রিপুরাকে আটক করা হয়।


অভিযানের সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ৫ রাউন্ড গুলি, এবং চাঁদা আদায়ের রশিদসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সরঞ্জাম উদ্ধার করা হয়।


সেনাবাহিনীর সূত্র জানায়, পার্বত্য চট্টগ্রাম এলাকায় সশস্ত্র গ্রুপের তৎপরতা রোধ, চাঁদাবাজি নিয়ন্ত্রণ এবং সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে।


উল্লেখ্য, দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং পার্বত্য অঞ্চলের সব জাতিগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণে বাংলাদেশ সেনাবাহিনী দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।



Post Top Ad

Responsive Ads Here