![]() |
| আলফাডাঙ্গায় নৌযান মাস্টার লিয়াকত হোসেনের স্মরণসভা ও দোয়া মাহফিল |
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের আলফাডাঙ্গায় বাংলাদেশ নৌযান ফেডারেশনের সদস্য মাস্টার লিয়াকত হোসেনের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ নভেম্বর) বিকেলে উপজেলা সদর বাজারের পুরাতন পরিবহন বাসস্ট্যান্ড সংলগ্ন আলফাডাঙ্গা নাবিক ঐক্য যুবসমাজের অস্থায়ী কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপজেলার নৌযান ফেডারেশনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দসহ নাবিক ঐক্য যুবসমাজের সদস্যরা অংশ নেন।
সভায় বক্তারা প্রয়াত লিয়াকত হোসেনের বর্ণাঢ্য কর্মজীবনের স্মৃতিচারণ করে বলেন, তিনি ছিলেন একজন নিবেদিতপ্রাণ, পরিশ্রমী ও সংগঠনের গর্বিত সদস্য। নৌ-খাতে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তার অকাল মৃত্যুতে আলফাডাঙ্গা উপজেলার নৌযান সমাজ গভীরভাবে শোকাহত।
সভায় উপস্থিত নেতারা প্রয়াতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে আর্থিক সহায়তা প্রদানের অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন—বাংলাদেশ নৌযান ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক খন্দকার কায়েমুল ইসলাম,আলফাডাঙ্গা নাবিক ঐক্য যুবসমাজের উপদেষ্টা বেলায়েত হোসেন মাস্টার,বিআইডব্লিউটিসি’র ইনল্যান্ড মাস্টার মো. ইকরামুজ্জামান,এবং বাংলাদেশ লঞ্চ লেবার অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি আইয়ুব আলী মাস্টার প্রমুখ।
সভা শেষে মরহুম লিয়াকত হোসেন মাস্টারের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, লিয়াকত হোসেন মাস্টার আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের চর কুচিয়াগ্রাম এলাকার বাসিন্দা ছিলেন। তিনি গত ৮ নভেম্বর স্ট্রোকজনিত কারণে মৃত্যুবরণ করেন।

