
চরভদ্রাসনে চতুর্থ বারের মতো বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত
নাজমুল হাসান নিরব, ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার লোহারটেক উচ্চ বিদ্যালয়ে চতুর্থ বারের মতো বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অরাজনৈতিক সেবামূলক সংগঠন জাগ্রত মানবিক রক্তদান ফাউন্ডেশনের উদ্যোগে এ কর্মসূচি পরিচালিত হয়। এতে প্রায় দুই শতাধিক ছাত্র-ছাত্রীকে বিনামূল্যে ব্লাড গ্রুপ পরীক্ষা করা হয়।
জাগ্রত মানবিক রক্তদান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ফারদিন সানি এর সভাপতিত্বে এবং পরিচালক জহুরুল ইসলাম এর দিকনির্দেশনায় ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনের উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহিম খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সুমন হোসেন, বন্ধন ব্লাড ডোনেশন বাংলাদেশের মডারেটর তাসনিম তাহা, নতুন প্রজন্ম মানবিক সংগঠনের হেড অফ উইমেন্স মারিয়া নুর এবং শান্তিপ্রিয় সংগঠনের আব্দুর রহমান খান।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ফারদিন সানি বলেন, “আমরা শুধু রক্তদানেই সীমাবদ্ধ থাকি না, বরং অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে নানা মানবিক সেবা দিই। শীতের সময় শীতবস্ত্র বিতরণ, রমজানে ইফতার বিতরণ, ঈদে ঈদ সামগ্রী বিতরণসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করি। আমি সবাইকে আহ্বান জানাই, আসুন মানবতার কল্যাণে একে অপরের পাশে দাঁড়াই।”
রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পে অংশ নেওয়া কয়েকজন শিক্ষার্থী এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “জাগ্রত মানবিক রক্তদান ফাউন্ডেশন একটি অসাধারণ উদ্যোগ নিয়েছে। এর মাধ্যমে আমরা অনেকেই আমাদের রক্তের গ্রুপ জানতে পেরেছি, যা ভবিষ্যতে পরিবারের সদস্য বা আত্মীয়-স্বজনের জন্য রক্তদানে সহায়ক হবে।”
এছাড়া ক্যাম্পে উপস্থিত ছিলেন জাগ্রত মানবিক রক্তদান ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা কাজী কামরুল, উপদেষ্টা শাহরিয়ার আহমেদ, সাংগঠনিক সম্পাদক এস এম সালমান, সহ-সভাপতি হাবিবুর বাহার, সহ-সভাপতি ইশরাত নাহার মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক সামিয়া শেখ সেম এবং অর্থ সম্পাদক শাহরিয়ার মাহিন।
