চট্টগ্রামে ফের গোলাগুলি: অটোরিকশাচালক ইদ্রিস গুলিবিদ্ধ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, নভেম্বর ০৬, ২০২৫

চট্টগ্রামে ফের গোলাগুলি: অটোরিকশাচালক ইদ্রিস গুলিবিদ্ধ

চট্টগ্রামে ফের গোলাগুলি: অটোরিকশাচালক ইদ্রিস গুলিবিদ্ধ
চট্টগ্রামে ফের গোলাগুলি: অটোরিকশাচালক ইদ্রিস গুলিবিদ্ধ


মোঃ নাজমুল হোসেন ইমন, স্টাফ রিপোর্টার:

চট্টগ্রামের চালিতাতলী এলাকায় বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে ফের একটি গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ইদ্রিস নামে এক অটোরিকশাচালক গুলিবিদ্ধ হয়েছেন। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


স্থানীয় সূত্রে জানা গেছে, গুলিবিদ্ধ ইদ্রিস বহদ্দারহাট এলাকায় পরিবার নিয়ে বসবাস করেন এবং পেশায় একজন অটোরিকশাচালক। পরিবারের দাবি, মাদক কারবারে বাধা দেওয়ার কারণে তাকে লক্ষ্য করে গুলি করা হয়েছে।


উল্লেখ্য, একই এলাকায় গতকাল বুধবার (৫ নভেম্বর) চট্টগ্রাম-৮ আসনে বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ ও শীর্ষ সন্ত্রাসী সরোয়ার বাবলা গুলিবিদ্ধ হন, পরে সরোয়ার বাবলার মৃত্যু হয়। এই ঘটনা চট্টগ্রামে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।


এ বিষয়ে বায়েজিদ থানার ওসি জসিম উদ্দিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে কোনো সাড়া পাওয়া যায়নি। অন্যদিকে, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, “গুলিবিদ্ধ অবস্থায় একজনকে হাসপাতালে আনা হয়েছে, তিনি বর্তমানে ২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।”


চট্টগ্রামে সম্প্রতি সংঘটিত এসব সহিংস ঘটনায় নিরাপত্তা বৃদ্ধি এবং আইন-শৃঙ্খলা রক্ষায় যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি স্থানীয়দের।

Post Top Ad

Responsive Ads Here