![]() |
| টেকনাফের পাহাড়ে মানবপাচার চক্রের গোপন আস্তানা, শিশুসহ ২৫ জন উদ্ধার |
মো: নাজমুল হোসেন ইমন, স্টাফ রিপোর্টার:
কক্সবাজারের টেকনাফের গহীন পাহাড়ে মানবপাচারকারী চক্রের গোপন আস্তানার সন্ধান পেয়েছে কোস্টগার্ড ও নৌবাহিনী। সেখান থেকে শিশুসহ ২৫ জনকে উদ্ধার করা হয়েছে, যাদের অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া পাঠানোর প্রস্তুতি চলছিল।
মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক। তিনি জানান, সম্প্রতি টেকনাফ উপকূলে মানবপাচারের তৎপরতা বেড়ে যাওয়ায় কোস্টগার্ডের গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়।
আটক পাচারকারীদের দেওয়া তথ্যের ভিত্তিতে জানা যায়, টেকনাফের বাহারছড়ার জুম্মাপাড়া সংলগ্ন পাহাড়ি এলাকায় বেশ কয়েকজনকে বন্দি করে রাখা হয়েছিল মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে। ওই সূত্র ধরে সোমবার কোস্টগার্ড ও নৌবাহিনীর যৌথ দল তিন ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে পাচারকারীদের গোপন আস্তানার সন্ধান পায়। অভিযানে ২৫ জনকে উদ্ধার এবং মানবপাচার চক্রের দুই সদস্যকে আটক করা হয়।
উদ্ধার হওয়া ব্যক্তিরা জানান, সংঘবদ্ধ মানবপাচারকারী চক্র উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে ও উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে তাদের টেকনাফে নিয়ে আসে। এরপর মেরিন ড্রাইভ উপকূল থেকে ট্রলারে মালয়েশিয়া পাঠানোর পরিকল্পনা করা হয়েছিল। এছাড়া বন্দিদের আটক রেখে নির্যাতনের মাধ্যমে মুক্তিপণ আদায়ের চেষ্টাও চলছিল বলে জানা গেছে।
কোস্টগার্ডের কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন,“উদ্ধারকৃত ব্যক্তি ও আটক পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। মানবপাচার রোধে ভবিষ্যতেও কোস্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে।”

