নাজমুল হাসান নিরব,চরভদ্রাসন থেকেঃ
ফরিদপুর চরভদ্রাসন উপজেলায় ২৬ শে মার্চ স্বাধীনতা দিবসে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার,উপজেলা নির্বাচন কর্মকর্তা আরে কর্মকর্তাগন।
উক্ত অনুষ্ঠানে গান পরিবেশন করেন স্থানির রিয়েল ফিলিংস ব্যান্ড দল।
এ সময় গান গেয়ে বাহবা আর মঞ্চ মাতান রিয়েল ফিলিংস ব্যান্ডের কনর্ধর জেমস খ্যাত জেমস কন্ঠের অধিকারি "মারজুক জুয়েল"।এসময় হাজারো দর্শকের করতালি আর উল্লাসে স্টেজ ও চরভদ্রাসন উপজেলা চত্বর মুখরিত হয়।দর্শকরা জেমস জুয়েলের একটার পর একটা গান করার অনুরোধ করতেই থাকে।শিল্পী ও বাধ্য হয়ে-বাংলাদেশ,গুরু ঘর বানাইলা,লেজ ফিতা লেজ,কবিতা, আরো কয়েকটা জেমসের জনপ্রীয় গান করে। অন্যান্য শিল্পীদের মধ্যে গান করে সুমন,রতন টিকাদার,অসিম,মোকাদ্দেস।।
স্থানিয় এই ব্যান্ডটি তাদের কার্যক্রম খুব বেশীদিন হয় শুরু করেনি।তবে পরিশ্রম আর ভাল শিল্পী হওয়াতে আজ এটি জনপ্রীয় একটি ব্যান্ড।সফলতার কথা জানতে চায়লে জেমস জুয়েল বলেন,পরিশ্রম আর আপনাদের সহযোগিতায় আমরা এ পর্যন্ত এসেছি।আপনারা ছিলেন, থাকবেন আমরা আপনাদের জন্যই গান করি।।
