টাঙ্গাইলে বিআরটিএ’র কালেকশন বুথের উদ্বোধন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, ডিসেম্বর ০৩, ২০১৮

টাঙ্গাইলে বিআরটিএ’র কালেকশন বুথের উদ্বোধন

জাহাঙ্গীর আলম, টাঙ্গাইল-টাঙ্গাইলে এনআরবিসি ব্যাংকের মাধ্যমে সোমবার সকালে বিআরটিএ’র কালেকশন বুথের উদ্বোধন করা হয়েছে।

 উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোশারফ হোসেন খান, নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার রহমান, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ, বিআরটিএ টাঙ্গাইল সার্কেলের সহকারি পরিচালক (ইঞ্জি) মো.আবু নাঈম, মোটরযান পরিদর্শক মুহাম্মদ অহিদুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে এনআরবিসি ব্যাংকের কর্মকর্তাগণের মধ্যে উপস্থিত ছিলেন সহকারি ভাইস প্রেসিডেন্ট মো.মশিউর রহমান, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট সুভাশীষ রায়, সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মো. সানাউল্লাহ সরকার, এনআরবিসি ব্যাংকের গোড়াই শাখা প্রধান মো.রাহাত সিদ্দিকী, এডিসি ট্রেলার মো.মেহেদী হাসান সোহাগ, সুমী আক্তার সহ ব্যাংকের সকল কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এসময় সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিআরটিএ’র ব্যাংক ড্রাফট ব্যাংকে করতে গেলে নানা ভাবে হয়রানি পোহাতে হয় গ্রাহকদের। এ ভোগান্তি লাঘবের লক্ষ্যে এ বুথের কার্যক্রম চালু করা হয়।

Post Top Ad

Responsive Ads Here