জাহিদ হাসান সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিঃ জামালপুরের সরিষাবাড়ীতে ০২নং পোগলদিঘা ইউনিয়ন আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত বিশেষ বর্ধিত সভার অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন জনাব এ কে এম ফজলুল হক ভারপ্রাপ্ত সভাপতি পোগলদিঘা ইউনিয়ন আওয়ামীলীগ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব ছানোয়ার হোসেন বাদশা।
বর্ধিত সভায় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল আলিম এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যক্ষ আশরাফ হোসেন তরফদার,জেলা আওয়ামীলীগের উপ দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম মানিক,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যক্ষ লুৎফর রহমান,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব রফিকুল ইসলাম, পৌর মেয়র রকুনুজ্জামান, বিশিষ্ঠ শিক্ষাবিদ আবুল হোসেন সরকার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামস উদ্দিন, সাবেক ট্রাক ও ট্যাংকলড়ি মালিক সমিতির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন প্রমুখ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।