সরিষাবাড়ীতে আ’লীগ-বিএনপি সংঘর্ষ,আহত-১০ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, ডিসেম্বর ০২, ২০১৮

সরিষাবাড়ীতে আ’লীগ-বিএনপি সংঘর্ষ,আহত-১০

জাহিদ হাসান,সরিষাবাড়ী(জামালপুর)প্রতিনিধিঃ জামালপুরের সরিষাবাড়ীতে আসন্ন সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে ধাওয়া-পাল্টা ও সংঘর্ষ হয়েছে। এ সময় কয়েকটি দোকান ভাঙচুর ও যুবলীগ নেতাদের ৩টি মোটর সাইকেল পড়িয়ে দেওয়া হয়। শনিবার রাতে উপজেলার কামরাবাদ ইউনিয়নের ধারাবর্ষা বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় ব্যবসায়ী মেহেদি হাসান, মাহবুবুর, প্রত্যক্ষদর্শী আবুল মন্ডল, দুলু আকন্দসহ অনেকেই জানান, রাত ১১টার দিকে ৩০/৩৫টি মোটর সাইকেলে বহিরাগত কিছু লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ধারাবর্ষা বাজারে মহড়া দেয়। তারা বিএনপি বিরোধী শ্লোগান দিতে থাকলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে  পড়ে। এ সময় আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে ধাওয়া-পাল্টা ও সংঘর্ষ সৃষ্টি হয়। সংঘর্ষে স্থানীয় কোচিং শিক্ষক আশরাফ ফারুকসহ অন্তত ১০ জন আহত হন। এ সময় বাজারের বিএনপি কর্মী মাহবুব তালুকদারের কাপড়ের দোকান, মেহেদি হাসানের ফার্মেসি ও মিজানুর রহমানের কসমেটিকস দোকান ভাঙচুর করা হয়। এদিকে বিএনপির কর্মীরা উপজেলা যুবলীগের সভাপতি একেএম আশরাফুল ইসলামেরসহ ৩টি মোটর সাইকেল পুড়িয়ে দেয়।
সরিষাবাড়ী থানার ওসি মাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘পুড়িয়ে দেওয়া মোটর সাইকেল ৩টি উদ্ধার করা হয়েছে। মামলা হলে ব্যবস্থা নেওয়া হবে।’
এ ব্যাপারে জেলা বিএনপির সভাপতি ও জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের বিএনপির মনোনিত এমপি প্রার্থী ফরিদুল কবীর তালুকদার শামীম অভিযোগ করেন, ‘নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ এলাকায় অস্থিতিশীল পরিবেশ ও ভোটারদের ভয়ভীতি দেখানোর চেষ্টা করছে। ধারাবর্ষা বাজারে তারা বিনা উস্কানীতে হামলা চালায়।’
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ ছানোয়ার হোসেন বাদশা বলেন, ‘বাজারে পালা গান চলছিল, তখন মোটর সাইকেলে ধাক্কা লাগা নিয়ে উত্তেজনা বিরাজ করে। তবে মোটর সাইকেলে আগুন ও দোকান ভাঙচুরে কে জড়িত তা খোঁজে বের করা হবে।

Post Top Ad

Responsive Ads Here