জসিম উদ্দিন, বেনাপোল প্রতিনিধি- “নিরাপদ কাস্টমস নিরাপদ বাণিজ্য” এই শ্লোগান দিয়ে সোমবার দুপুরে বেনাপোল কাস্টমস হাউস ক্লাবে পরামর্শক কমিটির এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বেনাপোল কাস্টম হাউসের কমিশনার মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরীর সভাপতিত্বে এ পরামর্শক কমিটির মত বিনিময় সভায় স্থলবন্দর বেনাপোলের উন্নয়ন, যানজট নিরসন, অটোমেশন চালু, ওয়েব্রীজ ওজন মাপা যন্ত্র এবং আমদানি রফতানি ব্যবসা বাণিজ্য স¤প্রসারন ও চেকপোষ্ট কাস্টমস এর অভ্যন্তরে পাসপোর্ট দালালদের অত্যাচার ও বাইরে পাসপোর্টযাত্রীদের বিজিবি কর্তৃক তল্লাশি নিয়ে পরামর্শক কমিটির আলোচনা স্থান পাই।
এ সময় সভায় উপস্থিত ছিলেন বেনাপোল স্থল বন্দরের উপ-পরিচালক শামীমুর রহমান, কাস্টম হাউসের অতিরিক্ত কমিশনার জাকির হোসেন, যুগ্ম কমিশনার শহিদুল ইসলাম, সাকিলা পারভিন, ডেপুটি কমিশনার জাকির হোসাইন, পারভেজ রেজা, ৪৯ বিজিবির টু আইসি নজরুল ইসলাম, কাস্টম হাউসের সহকারী কমিশনার কাজী মুর্শিদা আক্তার, উত্তম চাকমা, নুচপ্রæ, বেনাপোল সিএন্ডএফ এ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান স্বজন, সাধারন সম্পাদক এমদাদুল হক লতা, যুগ্ম সম্পাদক মহসিন মিলন বেনাপোল পৌর সভার প্যানেল মেয়র শাহাবুদ্দিন মন্টু, ট্রান্সপোর্ট মালিক সমিতির সাধারন সম্পাদক আজিম উদ্দিন গাজী প্রমুখ।
আলোচনা সভায় স্থান পায় বেনাপোল বন্দরকে গতিশিল ও ব্যবসা বাণিজ্যকে দ্রæত সম্পাসারন করতে বেনাপোলকে পুর্নাঙ্গভাবে যানযট মুক্ত করতে হবে। ইতিমধ্যে ২৫ একর জমি বরাদ্দ নিয়ে সেখানে আমদানীকৃত গাড়ি রাখা হচ্ছে যার ফলে অনেকটা এখন যানযট মুক্ত বেনাপোলের প্রধান সড়ক। এছাড়া আরো ২০০ একর জমি অধিগ্রহনের প্রক্রিয়া চলছে । এই জমি অধিগ্রহন হলে বেনাপোলের যানজট সম্পুর্ন ভাবে নিরুপন হবে বলে আশা করেন কর্মকর্তারা।
এ ছাড়া সঠিক ভাবে আমদানি পন্য মাপার জন্য ওয়েব্রিজ ও ওজন মাপক যন্ত্রর দ্রæত প্রয়োজন। শুল্ক ফাঁকি দিয়ে যাতে কোন পণ্য আমদানি না হয় সে দিকে কাস্টমসকে সহযোগিতা করতে বলেন বন্দর ও ব্যবসায়িদের কমিশনার বেলাল হোসাইন চৌধুরী।