দোয়ারাবাজার প্রতিনিধি-সুনামগঞ্জ ৫ ছাতক দোয়ারাবাজার আসনে নৌকা প্রতীকের মনোনয়ন প্রার্থী মুহিবুর রহমান মানিক ও মনোনয়ন প্রত্যাশী ফরিদ আহমদ তারেক সহ সকল নেতা কর্মী এক মঞ্চে। সবাই আজ ঐক্যবদ্ধ ৩০ তারিখ নৌকা বিজয়ের মাধ্যমে তা প্রমাণ করতে হবে।
ছাতক দোয়ারাবাজার আসনে নৌকার একাদিক প্রার্থী হলেও আজ নৌকা বিজয়ের স্বার্থে সকল দ্বিধাবিভুক্তি ভুলে মানিক ফরিদ এক মঞ্চে। সোমবার বিকালে দোয়ারাবাজার মেডিকেল রোডে মা মণি কমিউনিটি সেন্টারে আওয়ামীলীগের উদ্যোগে কর্মি সভা অনুষ্টিত হয়। দোয়ারাবাজা উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীর প্রতীকের সভাপতিত্বে ও সুনামগঞ্জ ৫ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী দোয়ারাবাজার আওয়ামীলীগের আহবায়ক ফরিদ আহমদ তারেক এর পরিচালনায় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার উন্নয়নের দ্ধারা অভ্যাহত রাখতে আগামীতে আবারও নৌকা প্রতীককে বিজয়ী করতে হবে। তাই ভাইয়ে ভাইয়ে কোন ভেদাভেদ নয়, ছাতক দোয়ারার মানুষ উন্নয়নে বিশ্বাসী জামাত বিএনপিকে ভোট দিবে না। জামাত বিএনপি এই এলাকার উন্নয়নকে বাদা গ্রস্তকরে রেখেছিল মানুষ তাদের প্রত্যাখান করে। তিনি আরও বলেন আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে মানুষের ভাতের অধিকার প্রতিষ্টিত হয়। স্কুল কলেজ মাদ্রাসার ব্যাপক উন্নয়ন হয়েছে। আগামীতে আওয়ামীলীগ ক্ষমতায় গেলে মানুষের সকল নাগরিক অধিকার ভোগ করবে।
নৌকার মনোনয়ন প্রত্যাশী ও দোয়ারাবাজার উপজেলা আওয়ামীলীগের আহবায়ক ফরিদ আহমদ তারেক বলেন, আমি নৌকার মনোনয়ন চেয়েছি তবে নৌকার বিরোধী নই। আগামীতে সবাই এক সাথে কাজ করে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।
এসময় আরও বক্তব্য রাখেন,ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ মজনু, লক্ষীপুর ইউপি চেয়ারম্যান আমিরুল হক,দোয়ারাবাজার উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক ও দোয়ারাবাজার সদর ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল খালেক,ছাতক উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ফজলুর রহমান, ছাতক উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক সৈয়দ আহমদ, আওয়ামীলীগ নেতা সাদত লাইম, সেচ্ছাসেবক সহ সভাপতি বাবুল রায়, সাবেক ছাত্রলীগ নেতা অতুল দেব,এডভোকেট আসিক আলী, ছাতক আওয়ামীলীগ নেতা আবজাল হোসেন।দোহালিয়া ইউপি চেয়ারম্যান আনোয়ার মিয়া আনু, বাংলাবাজার ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন রানা, নরসিংপুর ইউপি চেয়ারম্যান নুর উদ্দিন, আব্দুল ওয়াহিদ সাবেক চেয়ারম্যান, দোয়ারাবাজার প্রেসক্লাব সভাপতি এম এ করিম লিলু, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান হারুন মিয়া, আওয়ামীলীগ নেতা আব্দুল আওয়াল ধলিক, এডভোকেট মোঃ সাইদুর রহমান তালুকদার, মুক্তিযোদ্ধা ফখর উদ্দিন সাবেক চেয়ারম্যান, বরুণ চন্দ্র দাস, আব্দুল হান্নান, বাবু মানিক লাল দাস, নজরুল ইসলাম, নুর মিয়া, রমিজ উদ্দিন সভাপতি বাংলাবাজার ইউনিয়ন, মোঃ শানুর মিয়া, দেওয়ান তানভীর আশরাফ বাবু, শামসুদ্দিন আহমদ, মইনুল ইসলাম জিয়াউর রহমান, ছালেক মিয়া, সদরুল ইসলাম প্রমুখ।