সালথা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, আগস্ট ১৬, ২০২৫

সালথা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

 

সালথা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
সালথা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সালথা (ফরিদপুর) প্রতিনিধি :

ফরিদপুরের সালথা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা ২০২৫ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। 


শনিবার (১৬ আগস্ট) দুপুর ১২টায় সালথা প্রেসক্লাবের হল রুমে এ সাধারণ সভা বসে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মো. সেলিম মোল্যা এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নাহিদ।


সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালথা প্রেসক্লাবের পৃষ্ঠপোষক ও উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান বালী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান।


সভায় আরও উপস্থিত ছিলেন সালথা প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক আবিদুর রহমান নিপু, সালথা থানার উপ-পরিদর্শক উজ্জ্বল সরকার, সিনিয়র সাংবাদিক আবু নাছের হুসাইন ও মজিবুর রহমান।


এছাড়া অংশগ্রহণ করেন সালথা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মনির মোল্লা, সহ-সভাপতি হারুন-অর-রশীদ, সাইফুল ইসলাম ও রেজাউল ইসলাম। সভায় উপস্থিত ছিলেন যুগ্ম-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, অর্থ সম্পাদক শরিফুল হাসান, দপ্তর সম্পাদক জাকির হোসেন, প্রচার সম্পাদক লাভলু মিয়া, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পারভেজ মিয়া, সাহিত্য ও পাঠাগার সম্পাদক আকাশ সাহা, কার্যনির্বাহী সদস্য এম কিউ হুসাইন বুলবুল এবং সাধারণ সদস্য আজিজুর রহমান, মিঞা মো. লিয়াকত হুসাইন, মোশাররফ হোসেন ও নিজাম তালুকদার প্রমুখ।



Post Top Ad

Responsive Ads Here