টাঙ্গাইল প্রতিবেদকঃ
“সময়ের কথা বলে” এ শ্লোগান নিয়ে সোমবার সন্ধ্যায় আদালত প্রাঙ্গনে টাঙ্গাইল প্রতিক্ষণ ২৪ ডটকম নামে একটি অনলাইন নিউজ পোর্টাল এর আত্ম প্রকাশ ঘটেছে। টাঙ্গাইলের সময় উপযোগি সংবাদ পরিবেশন এ পোর্টালের মূল লক্ষ্য।
উদ্বোধনী এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান মারুফ। এ সময় উপস্থিত ছিলেন, টাঙ্গাইল প্রতিক্ষণের প্রকাশক সুমন সেন প্রণয়, সম্পাদক রঞ্জন কৃষ্ণ পন্ডিত, ব্যবস্থাপনা সম্পাদক জাহাঙ্গীর আলম, চ্যানেল এস এর টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাশেদ খান মেনন, দৈনিক কালবেলা’র জেলা প্রতিনিধি মেহেদী হাসান চৌধুরী (মৃদুল), জেলা ছাত্রলীগ নেতা রিফাত খান ও সজিব প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি এ পোর্টালের আতœপ্রকাশকে অভিনন্দন জানিয়ে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্বত রেখে প্রতিমুহূর্তের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জন্য এ পোর্টালের সংশ্লিষ্টদের প্রতি দাবি জানান।