কোন অবস্থাতেই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করা যাবে না -ড.নু.ক.ম আকবর হোসেন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, ডিসেম্বর ০২, ২০১৮

কোন অবস্থাতেই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করা যাবে না -ড.নু.ক.ম আকবর হোসেন

কুতুব উদ্দিন রাজু,চট্টগ্রাম :সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় হযরত মুহাম্মদ (সাঃ) "র দর্শন এবং মাইজভাণ্ডারীয়া ত্বরিকা শীর্ষক সেমিনারে  চট্টগ্রাম কলেজ রসায়ন বিভাগের অধ্যাপক    প্রফেসর ড. নু.  ক. ম আকবর হোসেন বলেন    -  ইসলাম শান্তি, সাম্য,  সম্প্রীতি,  ভ্রাতৃত্ববোধ,   পরমত সহিঞ্চুতার ধর্ম। বিশ্ব ভ্রাতৃত্ব,  শান্তি,  সাম্য পরমত সহিঞ্চুতার মতো এই  মহৎ দিক দর্শনই প্রিয় নবীজি (দঃ) "র দর্শন।

  যুগ যুগ ধরে সাহাবায়ে  কেরাম,  তাবেয়ীন,  তবয়ে - তাবেয়ীন আইয়্যাম্মায়ে মোজতাহেদীন, আউলিয়ায়ে কামেলীনগণ মানুষের কাছে এই দাওয়াতই পৌছে দিয়েছেন।  কোন অবস্থাতেই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করা যাবে না।  আমাদেরকে এ  আদেশ মানতে হবে। সাম্প্রাদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্তা মাইজভাণ্ডারী ত্বরিকা।  এই ত্বরিকা মানুষকে আত্ম পরিশোধনের শিক্ষা দেয়। তার নৈতিক জীবনকে উন্নত করে।  আর্থ -সামাজিক ও রাজনৈতিক  প্রেক্ষাপট সংকট নিরসস,  সুশীল সমাজ প্রতিষ্ঠা এবং বিশ্ব শান্তি সুরক্ষায় এ ত্বরিকা কার্যকরী ভূমিকা রাখতে পারে।   শনিবার  ১ ডিসেম্বর    বিকালে  রাউজান উপজেলা পরিষদ অডিটোরিয়ামে  মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি  বাংলাদেশ   রাউজান উপজেলা শাখার ব্যবস্থাপনায়  ঈদে মিলাদুন্নবী (দঃ) ও সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর খোশরোজ শরীফ উপলক্ষে  সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায়  হযরত মুহাম্মদ (সাঃ) "র দর্শন এবং মাইজভাণ্ডারীয়া ত্বরিকা শীর্ষক সেমিনারে 
প্রধান অতিথির বক্তব্য তিনি একথা বলেন।  জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ  হযরত আলহাজ্ব  আল্লামা  ছগির  ওসমানী (মাঃজিঃআঃ)"র সভাপতিত্বে  আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহযোগী অধ্যাপক  ড. মুহাম্মদ জাফর উল্লাহ্।  সেমিনার উদযাপন  কমিটির  সদস্য সচিব মোরশেদুল আলমের সঞ্চালনায়  বিশেষ অতিথি ছিলেন  চট্টগ্রাম   চুয়েট স্কুল এন্ড কলেজের  অধ্যাপক   মুহাম্মদ গোফরান,  গরীব উল্লাহ্ শাহ্ জামে মসজিদের খতিব মাওলানা ওসমান গণি জালালী। সেমিনারে মুল  প্রবন্ধ পাঠ করেন  প্রবন্ধকার মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সদস্য  মাওলানা হাবিবু হোসাইন মাইজভাণ্ডারী।  স্বাগত বক্তব্য রাখেন  সংগঠনের সভাপতি জাকের হোসেন মাষ্টার,  সাধারণ সম্পাদক   ইউছুফ আলী। এতে আরো বক্তব্য রাখেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি  কেন্দ্রীয় পর্ষদের যুগ্ম সম্পাদক  ইসমাইল হোসেন,  গহিরা কলেজের  সাবেক   অধ্যক্ষ মোঃ নুরছাপা , মোঃ  মঞ্জুরুল ইসলাম চৌধুরী,   এস এম মহিবউল্লাহ্ ,  মোকতার হোসেন সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে   উপস্থিত ছিলেন  সাংবাদিক শফিউল আলম, সালাউদ্দিন, সেলিমুল হক রুবেল, সৈয়দ ইউসুফ আমিন,  রাশেদ তালুকদার,   সাদিকুজ্জামান শফি,  মামুন মিয়া,   শিবলু মিয়া,  দিদারুল আলম,  মাষ্টার জাহাঈীর আলমসহ অন্যান্যরা।  শেষে দেশ, জাতির  ও বিশ্বের মুসলিম উম্মাহ্র শান্তি কামনা করে  মোনাজাত করা হয়।

Post Top Ad

Responsive Ads Here