রাঙামাটিতে ২জনের মনোনয়ন পত্র বাতিল - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, ডিসেম্বর ০২, ২০১৮

রাঙামাটিতে ২জনের মনোনয়ন পত্র বাতিল

মহুয়া জান্নাত মনি,রাঙামাটি প্রতিনিধি-আসন্ন একাদশ জাতীয় সংসদীয় নির্বাচনে রাঙামাটির ২৯৯ নং আসনে সংসদ সদস্য পদপ্রার্থী স্বতন্ত্র থেকে অমর কুমার দে এবং আশিষ কুমার দাশ গুপ্তের মনোনয়ন পত্র বাতিল বলে গন্য করা হয়েছে। রোববার দুপুরে নির্বাচন অফিস সূত্রে এমন তথ্য জানা গেছে।


সংশ্লিষ্ট সূত্রটি আরও জানায়- স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী অমর এবং আশিষ দু’জনে তাদের নির্বাচনী এলাকার একভাগ ভোটারের তালিকা স্বাক্ষরসহ জমা দিতে না পারায় তাদের প্রার্থীতা বাতিল করা হয়েছে।

বিষয়টি  নিশ্চিত করেছেন রাঙামাটি জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল লতিফ শেখ। তিনি বলেন- যাচাই-বাছাই শেষে অমর এবং আশিষের মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে। বর্তমানে  এ আসনে ১০জন সংসদ সদস্য প্রার্থী রয়েছেন।

নির্বাচন কর্মকর্তা লতিফ বলেন- আগামী ৯ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহারের সুযোগ এবং ১০ডিসেম্বর প্রতীক বরাদ্ধ দেওয়া হবে।

একাদশ সংসদীয় নির্বাচনকে সামনে রেখে  রাঙামাটি ২৯৯নং আসন থেকে সংসদ সদস্য প্রার্থীর জন্য গত ২৮নভেম্বর জেলা রির্টানিং কমকর্তার কাছে মনোনয়ন পত্র দাখিল করে সরকারি দল আ’লীগ, মহাজোটের শরীক দল জাতীয় পার্টি  এবং বিরোধী দল বিএনপিসহ স্বতন্ত্র প্রার্থী মিলে ১২জন।

Post Top Ad

Responsive Ads Here