পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২১ বছর পূর্তীতে রাঙামাটিতে আলোচনাসভা অনুষ্ঠিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, ডিসেম্বর ০২, ২০১৮

পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২১ বছর পূর্তীতে রাঙামাটিতে আলোচনাসভা অনুষ্ঠিত

মহুয়া জান্নাত মনি,রাঙামাটি প্রতিনিধি:-ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২১ বছর পূর্তী উপলক্ষে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্দ্যেগে রোববার সকালে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। 

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম শফি কামাল, রাঙামাটি সদর জোন কমান্ডার লেঃ কর্ণেল মোহাম্মদ রেদওয়ানুল ইসলাম, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য মোঃ জানে আলম, সিভিল সার্জন ডাঃ শহীদ তালুকদার, রাঙামাটি প্রেস সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, প্রবীন সাংবাদিক সুনীল কান্তি দে বক্তব্য রাখেন। সভায় স্বাগত বক্তব্য দেন  রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমেদ। অনুষ্ঠান পরিচালনা করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা। 
সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু বলেন, পার্বত্য চট্টগ্রামের সমস্যার স্থায়ী ও শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে ১৯৯৭ সালের ২ ডিসেম্বর আওয়ামীগ সরকার এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মধ্যে পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরিত হয়। এর মধ্যে অনেকগুলো ধারা বাস্তবায়ন হয়েছে এবং বাকীগুলো পর্যায়ক্রমে হচ্ছে। তিনি বলেন, সরকারের এই চুক্তি বাস্তবায়নে বাঁধাগ্রস্থ করতে একটি মহল উঠে পড়ে লেগেছে। কারন এই চুক্তি পূর্নাঙ্গ বাস্তবায়ন হলে পাহাড়ের নীরহ মানুষদের কাছ থেকে চাঁদাবাজি ও অস্ত্রবাজি তারা করতে পারবেনা। অবৈধ অস্ত্র ছেড়ে এই সুন্দর নৈসের্গিক সম্ভাবনাময় পার্বত্য জেলাকে পর্যটনখ্যাত করতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। 
সভাপতির বক্ত্যবে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পার্বত্য বাসীর কথা চিন্তা করে পাহাড়ে স্থায়ী সমাধানের লক্ষে এই পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষর করেছিল। এই মহান চুক্তির ধারাগুলো তিনি আন্তরিকতার সাথে বাস্তবায়ন করছে । তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী পাহাড়ের মানুষের ভাগ্য উন্নয়নে বিভিন্ন প্রকল্প হাতে নিচ্ছে এবং তা বাস্তবায়ন করছে। সরকারের চুক্তি ও উন্নয়নে বাধাগ্রস্থ না করে সকলকে সহযোগিতার হাত বাড়ানোর জন্য তিনি আহবান জানান।   
আলোচনাসভার আগে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বেলুন ও ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের  শুভ সূচনা করেন অতিথিরা।   
চুক্তির ২১বছর বর্ষপূর্তী উপলক্ষ্যে রোববার সন্ধ্যায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ও  সেনা রিজিয়ন এর আয়োজনে রাঙামাটি চিংহ্লামং মারি স্টেডিয়ামে আয়োজন করা হয়েছে সম্প্রীতি কনসার্ট।

Post Top Ad

Responsive Ads Here