জাহাঙ্গীর আলম, টাঙ্গাইল-ঋণখেলাপীর অভিযোগে কৃষক শ্রমিক জনতালীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও ঐক্যফ্রন্টের অন্যতম নেতা বঙ্গবীর কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
রোববার (০২ ডিসেম্বর) মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় জেলা রিটার্নিং কর্মকর্তা শহিদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। কাদের সিদ্দিকী টাঙ্গাইল-৪ (কালিহাতী) ও টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসন থেকে মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এ নিয়ে তিনবার তার মনোনয়নপত্র বাতিল হয়েছে।
এছাড়াও টাঙ্গাইল-১ আসনে বিএনপি’র মাহাবুব আনাম স্বপন ফকির, টাঙ্গাইল-৩ আসনে ন্যাশনাল পিপলস পার্টির মো. চাঁন মিয়া ও বিএনএফ এর মো. আতাউর রহমান (বড় ভাই), টাঙ্গাইল-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী বাকির আলী ও আবুল কাশেম, টাঙ্গাইল-৬ আসনে বিএনপি প্রার্থী নুর মোহাম্মদ খান ও ন্যাশনাল পিপলস পার্টির মামুনুর রহমান, টাঙ্গাইল-৭ আসনে খেলাফত মজলিসের মজিবুর রহমান, টাঙ্গাইল-৮ আসনে খেলাফতে মজলিসের আব্দুল লতিফ ও জাতীয় পার্টির কাজী আশরাফ সিদ্দিকী ও স্বতন্ত্র প্রার্থী কাজী শহীদুল ইসলামের মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে। উল্লেখ্য গত ২৮ নভেম্বর টাঙ্গাইল জেলার ৮টি আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রাথীসহ ৮৩ টি মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়ন বাতিল প্রসঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, এ সরকার ক্ষমতায় থাকতে হয়তো আমাকে নির্বাচন করতে দেয়া হবে না। তবে নির্বাচন যাতে অবাধ ও সুষ্ঠু হয়, জনগণ যাতে তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পায়, দেশে যাতে সু-শাসন প্রতিষ্ঠিত হয় সরকারের প্রতি এটাই আমার প্রত্যাশা।