হবিগঞ্জ -১ আসনে ঋণ খেলাপির দায়ে ডা: রেজা কিবরিয়ার মনোনয়ন বাতিল - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, ডিসেম্বর ০২, ২০১৮

হবিগঞ্জ -১ আসনে ঋণ খেলাপির দায়ে ডা: রেজা কিবরিয়ার মনোনয়ন বাতিল

আজিজুল ইসলাম সজীব,হবিগঞ্জ প্রতিনিধি-সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামীলীগ নেতা শাহ এএমএস কিবরিয়ার পুত্র হবিগঞ্জ ১ আসনে গণফোরামের প্রার্থী ড. রেজা কিবরিয়া মনোনয়ন পত্র বাতিল করেছেন হবিগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মাহমুদুল কবীর মুরাদ। 

রবিবার দুপুরে রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়ন যাচাই-বাচাইকালে ঋণ খেলাফির দায়ে তাঁর মনোনয়ন বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা।

হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফজলুল জাহিদ পাভেল জানান, ঋণ খেলাপির অভিযোগে রেজা কিবরিয়ার মনোনয়নপত্রটি বাতিল করা হয়েছে। সিটি ব্যাংক ক্রেডিট কার্ড ডিভিশন এবং ঢাকা ব্যাংক থেকে পরিপ্রেরিত অভিযোগের ভিত্তিতে তার মনোনয়নপত্র বাতিল করা হয়।
২৪ নভেম্বর (বুধবার) গণফোরাম থেকে মনোনয়নপত্র দাখিল করেন সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার সন্তান হেভিওয়েট প্রার্থী রেজা কিবরিয়া।

Post Top Ad

Responsive Ads Here