ফরিদপুর প্রতিনিধি
৯ ডিসেম্বর ফরিদপুর করিমপুর যুদ্ধ দিবস। প্রতিবছরই শহীদদের পরিবার, মুক্তিযোদ্ধা ও জেলা প্রশাসন গভীর শোক ও শ্রদ্ধার সাথে এই দিনটি স্মরণ করে।
দিবসটির স্মরণে রবিবার সকালে ফরিদপুর শহরের আলীপুর কবরস্থানে করিমপুরের যুদ্ধে নিহত শহীদ সালাউদ্দীনসহ একই সাথে শাহাদত বরণ করা অন্যান্য শহীদদের কবরে ফুলেল শ্রদ্ধা জানান জেলা প্রশাসন ও স্থানীয় মুক্তিযোদ্ধারা।
আলীপুর কবরস্থানে শহীদদের কবরে জেলা প্রশাসনের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ফরিদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসলাম মোল্লা, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ মোশারর্রফ আলী। এ সময় উপস্থিত ছিলেন শহীদ কাজী সালাউদ্দীনের ভাই মুক্তিযোদ্ধা কাজী তাসলিম, খলিলুর রহমানসহ মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ।
১৯৭১ সালের এই দিনে করিমপুরে পাকিস্তানী হানাদার বাহিনীর সাথে মুক্তিযোদ্ধাদের তুমুল রক্তক্ষয়ী যুদ্ধ হয়। ফরিদপুর জেলার অংশে সংঘটিত সবচেয়ে বড় এ যুদ্ধে ৫৫ পাকিস্তানি সেনা মারা যায়। পাশাপাশি শহীদ হন ৭ জন মুক্তিযোদ্ধা ও গ্রামের একই পরিবারের ৪ সদস্য।#