এসসিএ দলের গঠণতন্ত্র হিসাব ব্যবস্থাপনা ও কমিউনিটি ক্লিনিক সম্পর্কিত ওরিয়েন্টেশন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, জানুয়ারি ২২, ২০১৯

এসসিএ দলের গঠণতন্ত্র হিসাব ব্যবস্থাপনা ও কমিউনিটি ক্লিনিক সম্পর্কিত ওরিয়েন্টেশন

হারুন অর রশিদ ,দোয়ারাবাজার প্রতিনিধিঃ পি সি এস বিএর সেবা নিন মাও শিশুকে সুস্থ রাখুন। প্রসবকালীন ও প্রসব পরবর্তী মায়ের কোন বিপদ চিহ্ন দেখা দিলে দ্রুত স্থস্থ্য কেন্দ্রে নিয়ে যান। মায়ের দুধে শিশুর হাসি।

মঙ্গলবার দিনব্যাপীদোয়ারাবাজার উপজেলার সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আইডিয়া-এসডিসি সমষ্টি প্রকল্প ও কেয়ার বাংলাদেশ এর সহযোগিতায় বিভিন্ন গ্রাম থেকে আসা ২৫ জন এসসিএ দলের গঠণতন্ত্র ও হিসাব ব্যবস্থাপনা ও কমিউনিটি ক্লিনিক সম্পর্কিত ওরিয়েন্টেশন ( রিফ্রেসার্স) অনুষ্টিত। ওরিয়েন্টেশনে আলোচ্য বিষয় ছিল এসসিএ দলের গঠনতন্ত্র ও ক্লিনিক বিষয়ক যেমন দল গঠনে সঞ্চয় বৃদ্ধি আপদ বিপদে সহযোগিতা পাওয়া কমিউনিটি ক্লিনিকে সেবা ঔষধ পত্র পাওয়া সহ রোগির যত্ন নেওয়া। বিষয় বস্তূ পাঠকরেন আইডিয়া প্রকল্পের এফ এফ সুজিত কুমার দাস, এফ এফ খোরশেদ আলম প্রমুখ।

Post Top Ad

Responsive Ads Here