রাঙামাটিতে সমাজসেবা অধিদপ্তর হতে রোগীদের মাঝে অনুদানের চেক বিতরণ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, জানুয়ারি ২২, ২০১৯

রাঙামাটিতে সমাজসেবা অধিদপ্তর হতে রোগীদের মাঝে অনুদানের চেক বিতরণ

মহুয়া জান্নাত মনি,রাঙামাটি প্রতিনিধি:সমাজসেবা অধিদপ্তর হতে রাঙামাটির ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস ও স্ট্রোকে প্যারালাইজড রোগীদের মাঝে অনুদানের চেক প্রদান অনুষ্ঠান মঙ্গলবার সকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।

রাঙামাটি জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত চেক বিতরণী অনুষ্ঠানে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রোগীদের মাঝে অনুদানের চেক প্রদান করেন।
এসময় রাঙামাটি সমাজসেবা বিভাগের আহবায়ক ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা, রাঙামাটি সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ওমর ফারুক’সহ দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে রাঙামাটির পৌর এলাকার ৩জন, সদর উপজেলার ১১জন, বাঘাইছড়ি উপজেলার ৩জন, নানিয়ারচর উপজেলার ১জন ও জুরাছড়ি উপজেলার ১জন মোট ১৯জন কিডনি, লিভার সিরোসিস ও স্ট্রোকে প্যারালাইজড রোগীদের মাঝে প্রতিজনকে ৫০ হাজার করে মোট ৯লক্ষ ৫০ হাজার টাকার চেক বিতরণ করেন অতিথিবৃন্দ।

Post Top Ad

Responsive Ads Here