টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাক ও লরির মুখোমুখি সংঘর্ষে চালক নিহত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, জানুয়ারি ২২, ২০১৯

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাক ও লরির মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

জাহাঙ্গীর আলম, টাঙ্গাইল-ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার আনালিয়াবাড়ি এলাকায় ভোরে ট্রাক ও লরির মুখোমুখি সংঘর্ষে লরির চালক নিহত হয়। এ ঘটনায় লরির হেলপার ও ট্রাকের দুইজন আহত হয়েছে। ভোরে এ দুর্ঘটনাটি ঘটে।নিহত ওই লরির চালক কিশোরগঞ্জ জেলার রহমত আলী (৫৫)। 


পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী লবণ ভর্তি একটি ট্রাক ( ঢাকা মেট্রো-ট ১৪-০৯১৩) উপজেলার আনালিয়াবাড়ি নামক স্থানে পৌঁছালে অপর দিক থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি লরি (চট্র মেট্রো-ঢ ৮১-২৯৮২) ঘটনাস্থলে পৌঁছলে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে লরিটি নিযন্ত্রণ হারিয়ে রেললাইনে উঠে যায়। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা লালমনিরহাট এক্সপ্রেস ট্রেনটি পৌছে লরিটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই লরির চালক নিহত হয়। আহত হয় লরির হেলপার। এ দুর্ঘটনায় ট্রাকের চালকসহ দুইজন আহত হয়। নিহতের লাশ উদ্ধার করে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানায় রাখা হয়েছে।বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি মোশারফ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

Post Top Ad

Responsive Ads Here