ঝিনাইদহ শহরে দিনে দুপুরে যুবকের উপর হামলা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, জানুয়ারি ২২, ২০১৯

ঝিনাইদহ শহরে দিনে দুপুরে যুবকের উপর হামলা

সুলতান আল টকরাম,ঝিনাইদহঃঝিনাইদহ শহরে প্রকাশ্যে ফারুক হোসেন নামে এক যুবককে কুপিয়ে যখম করেছে দুর্বৃত্তারা। তিনি ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের বাগুাটিয়া গ্রামের মোবাশ্বের মুন্সির ছেলে। মঙ্গলবার বিকাল তিনটার দিকে শহরের এপেক্স শোরুমের সামনে এই ঘটনা ঘটে। হামলায় ফারুকের ভুড়ি বের হয়ে গেছে।

 তাকে উদ্ধার করে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতাল ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। নলডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান কবির হোসেন জোয়ারদার জানান, ফারুক বিদেশে ছিল। সে খারাপ ছেলে না এটা জানি। হয়তো টাকা লেনদেন নিয়ে তার উপর হামলা হতে পারে। ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান খান জানান, ফারুকের উপর হামলাকারীদের সনাক্ত করার চেষ্টা চলছে। এলাকা ভিত্তিক কোন ঝামেলার কারণে ফারুকের উপর হামলা হতে পারে। এজাহার দিলে তিনি দ্রুত হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনবেন বলেও জানান।

Post Top Ad

Responsive Ads Here