গোবিন্দগঞ্জে ফেনসিডিলসহ আটক ৩ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০১৯

গোবিন্দগঞ্জে ফেনসিডিলসহ আটক ৩

মোস্তাফিজুর রহমান,গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা-
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৩৯৭ পিস ফেনসিডিল ও ট্রাক চালকসহ তিনজনকে আটক করেছে র‌্যাব। 
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধার  র‌্যাব-১৩ এর একটি টিম বুধবার সকাল আনুমানিক ৭টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার কাটামোর নামকস্থানে অভিযান চালিয়ে ট্রাকে ঢাকা (মেট্রো-ট-১৮-৩০০৭) তল্লাশী চালানো হয়। এসময় ট্রাকে বোঝাইকৃত পাথরের ডাষ্টের মধ্যে লুকানো দুটি বস্তায় ৩৯৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। যার আনুমানিক মুল্য ৪ লাখ ৭৬ হাজার ৪শ’ টাকা। এসময় দিনাজপুর নবাবগঞ্জ থানার দলা পশ্চিপাড়া গ্রামের ওয়াহেদ আলীর ছেলে মফিদুল ইসলাম, চালক জয়পুরহাট আক্কেলপুর থানার শ্রীকৃষ্টপুর গ্রামের ফরেজ মন্ডলের ছেলে আঃ মজিদ এবং একই গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে শাহজাহান আলি সরদারকে আটক করা হয়। এছাড়া অবৈধ মাদকের বাহন উক্ত ট্রাক, ৩টি মোবাইল ফোনসহ অন্যান্য আলামত জব্দ করা হয়েছে। আটককৃতদের গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। 
এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় একটি মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। 

Post Top Ad

Responsive Ads Here