মেহেরপুরে বাল্য বিবাহে ঝুকিপূর্ণ শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ - সময় সংবাদ | Popular Bangla News Portal

শিরোনাম

Friday, April 19, 2019

মেহেরপুরে বাল্য বিবাহে ঝুকিপূর্ণ শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

মেহের আমজাদ,মেহেরপুর-
মেহেরপুরে বাল্য বিবাহে ঝুকিপূর্ণ শিক্ষার্থীদের মাঝে সেলাই মেশিন,বাই সাইকেল সহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।গতকাল বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ওইসব উপকরন বিতরণ করা হয়। পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ইবাদত হোসেন, সহকারি কমিশনার (ভূমি) সামিউল হক,মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ দারা খান। এসময় জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন বলেন,আগামী তিন বছরের মধ্যে মেহেরপুরকে বাংলাদেশের সবচেয়ে উন্নত জেলা হিসেবে গড়ে তুলবো । বাংলাদেশের স্বাধীনতার সূচনা হয়েছিল এই মেহেরপুর জেলার মুজিবনগর থেকেই। তিনি আরও বলেন আগামী ৬ মাসের মধ্যে মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সের কাজ শুরু হবে। 

পিরোজপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান ওহিদুর রহমান ডাবলু, ইউপি সচিব এরশাদ আলীসহ ইউপি সদস্য,বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষার্থীরা। এসময় বিভিন্ন বিদ্যালয়ের ১১জন শিক্ষার্থীকে বাই সাইকেল, ৫০ জন মহিলাকে সেলাই মেশিন, চেয়ার, ৫০টি ফ্যান ও ১০জন প্রধান শিক্ষককে চিকিৎসা সামগ্রী প্রদান করেন। 

No comments: