ফরিদপুরে নিজের পেটে চাকু ঢুকিয়ে যুবকের মৃত্যু - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, জানুয়ারি ৩০, ২০২৬

ফরিদপুরে নিজের পেটে চাকু ঢুকিয়ে যুবকের মৃত্যু

ফরিদপুরে নিজের পেটে চাকু ঢুকিয়ে যুবকের মৃত্যু
ফরিদপুরে নিজের পেটে চাকু ঢুকিয়ে যুবকের মৃত্যু

 


সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সালথা উপজেলায় বাজারের মধ্যে প্রকাশ্যে নিজের পেটে চাকু ঢুকিয়ে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার আটঘর ইউনিয়নের পুটিয়া বাজারে এ মর্মান্তিক ঘটনা ঘটে।


নিহত যুবকের নাম জুবায়ের ব্যাপারী ওরফে জুবা (৩০)। তিনি পুটিয়া গ্রামের বাসিন্দা ও আক্কাস ব্যাপারীর ছেলে।


স্থানীয় সূত্রে জানা যায়, জুবা দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। তিনি কথা বলতে পারতেন না এবং মৃগীসহ বিভিন্ন শারীরিক জটিলতায় আক্রান্ত ছিলেন। মাঝেমধ্যে নিজের শরীরে নিজেই আঘাত করতেন বলেও জানিয়েছেন এলাকাবাসী।


নিহতের বাবা আক্কাস ব্যাপারী জানান, তার ছেলে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। সম্প্রতি তার পেট ফুলে যাওয়ার সমস্যাও দেখা দিয়েছিল। শুক্রবার সকালে জুবা জানতে পারেন, তার কাকা বাদশা বাজারে আসছেন। এই খবর পেয়ে ধীরে ধীরে তিনি পুটিয়া বাজারের দিকে রওনা হন। মুরাদের দোকানের সামনে পৌঁছালে হঠাৎ তিনি মাটিতে পড়ে যান।


প্রত্যক্ষদর্শী ও দোকানি মুরাদ জানান, দোকানের কাজে ব্যস্ত থাকার সময় জুবা হঠাৎ দোকানে থাকা পেঁয়াজ-মরিচ কাটার একটি চাকু হাতে নিয়ে নিজের পেটে আঘাত করার চেষ্টা করেন। তাৎক্ষণিকভাবে অতিরিক্ত রক্তক্ষরণ না হলেও পরে তার বাবা ঘটনাস্থলে এসে তাকে বাড়িতে নিয়ে যান। বাড়িতে নেওয়ার কিছু সময় পর জুবার মৃত্যু হয়।


আরেক প্রত্যক্ষদর্শী বাদশা বলেন, তাকে দেখেই জুবা জড়িয়ে ধরতে এগিয়ে আসে। এ সময় তিনি পকেট থেকে টাকা বের করছিলেন, ঠিক তখনই জুবা মাটিতে পড়ে যান। পরে বাড়িতে নেওয়ার পর তার মৃত্যু হয়।


সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান জানান, নিহত যুবক মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় ছিলেন। সকালে তিনি নিজের পেটে চাকু দিয়ে আঘাত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

Post Top Ad

Responsive Ads Here