আলফাডাঙ্গায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে বাইতুন নাজাত আস্ সালাফি জামে মসজিদের উদ্বোধন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, জানুয়ারি ৩০, ২০২৬

আলফাডাঙ্গায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে বাইতুন নাজাত আস্ সালাফি জামে মসজিদের উদ্বোধন

 

আলফাডাঙ্গায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে বাইতুন নাজাত আস্ সালাফি জামে মসজিদের উদ্বোধন
আলফাডাঙ্গায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে বাইতুন নাজাত আস্ সালাফি জামে মসজিদের উদ্বোধন


আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের আলফাডাঙ্গায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘বাইতুন নাজাত আস্ সালাফি জামে মসজিদ’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে উপজেলার গোপালপুর বাজারে আনুষ্ঠানিকভাবে নবনির্মিত এই মসজিদের উদ্বোধন করা হয়।


বিশিষ্ট সমাজসেবক আবুল কালাম মোল্যার সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের হামযা (রা.) কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা ও পরিচালক অ্যাডভোকেট সৈয়দ মঈনুল শহীদ।


প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট সৈয়দ মঈনুল শহীদ বলেন, “মসজিদ শুধু ইবাদতের স্থান নয়, এটি সমাজ সংস্কার ও দ্বীনি শিক্ষা বিস্তারের অন্যতম কেন্দ্র। বাইতুন নাজাত আস্ সালাফি জামে মসজিদ শিরক ও বিদআতমুক্ত পরিবেশে পবিত্র কুরআন ও সহিহ সুন্নাহর আলোকে পরিচালিত হবে, যা এলাকার মুসল্লিদের সঠিকভাবে দ্বীন পালনে সহায়তা করবে।”


সভাপতির বক্তব্যে আবুল কালাম মোল্যা মসজিদ নির্মাণে সহযোগিতাকারী সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে মসজিদের সার্বিক উন্নয়ন ও কার্যক্রম পরিচালনায় এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন।


স্থানীয় মুসল্লিরা জানান, নবনির্মিত এই মসজিদটি এলাকায় সহিহ আকিদা ও আমল প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদী।



Post Top Ad

Responsive Ads Here