![]() |
| নির্বাচন সামনে রেখে দুলার হাট বাজারে প্রশাসনের অভিযান জোরদার |
ভোলা (চরফ্যাশন) প্রতিনিধি:
আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোলা চরফ্যাশনের দুলার হাট থানা এলাকায় অবৈধ মোটরসাইকেল চলাচল এবং দোকানে নির্ধারিত মূল্য তালিকা না থাকাসহ বিভিন্ন অনিয়ম প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে প্রশাসন।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু রায়হানের নেতৃত্বে পুলিশ ও নৌবাহিনীর যৌথ অভিযানে একাধিক দোকানদার ও মোটরসাইকেল চালককে জরিমানা করা হয়। এসময় অবৈধ ব্যবসা পরিচালনা, লাইসেন্সবিহীন মোটরসাইকেল, হেলমেট না পরা ও মূল্য তালিকা প্রদর্শনের শর্ত লঙ্ঘনের অভিযোগে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মোবাইল কোর্ট সূত্রে জানা গেছে, নির্বাচনকে প্রভাবিত করার সম্ভাবনা রয়েছে এমন যেকোনো যানবাহন ও অনিয়ম কঠোরভাবে দমন করা হবে। অভিযানে অংশগ্রহণকারীদের সতর্ক করে বলা হয়েছে, ভবিষ্যতে এ ধরনের অবৈধ কার্যক্রম থেকে বিরত থাকতে হবে।
এছাড়া দুলার হাট বাজারের প্রতিটি গলিতে অবৈধ ফুটপাত দখলমুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে এবং এক সপ্তাহের মধ্যে সকল দোকান মালিককে নিজের দোকানে মাল বিক্রয় নিশ্চিত করতে বলা হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে পরবর্তীতে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু রায়হান জানান, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে সবাইকে নির্ভয়ে ভোট কেন্দ্রে যেতে আহ্বান জানান তিনি।
স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ জনতা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত অভিযান চালালে অবৈধ কার্যক্রম অনেকাংশে নিয়ন্ত্রণে আসবে এবং সাধারণ মানুষের নিরাপত্তা বৃদ্ধি পাবে।

