আলফাডাঙ্গা সরকারি কলেজে উৎসবমুখর ক্রীড়া উৎসব - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, জানুয়ারি ২৭, ২০২৬

আলফাডাঙ্গা সরকারি কলেজে উৎসবমুখর ক্রীড়া উৎসব

 

আলফাডাঙ্গা সরকারি কলেজে উৎসবমুখর ক্রীড়া উৎসব
আলফাডাঙ্গা সরকারি কলেজে উৎসবমুখর ক্রীড়া উৎসব


আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া এবং সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (২৬ জানুয়ারি) সকাল ৯টায় কলেজ প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এরপর বিএনসিসি ও রোভার স্কাউট দলের একটি চৌকস কুচকাওয়াজ প্রদর্শিত হয়। অলিম্পিক মশাল প্রজ্বলনের মাধ্যমে পুরো ক্যাম্পাসজুড়ে উৎসবের আবহ তৈরি হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ মো. আব্দুস সালাম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক প্রবীর কুমার বিশ্বাস।


দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে ছাত্র ও ছাত্রীদের জন্য পৃথক বিভাগে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দৌড়, উচ্চলম্ফ ও দীর্ঘলম্ফসহ নানা ক্রীড়া ইভেন্টের পাশাপাশি কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গান ও উপস্থিত বক্তৃতার মতো সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতায় শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।


বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা পরিচালনা কমিটির আহ্বায়ক কার্তিক চন্দ্র দাসের তত্ত্বাবধানে পুরো আয়োজনটি সুচারুভাবে সম্পন্ন হয়। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের উপস্থিতি কলেজ প্রাঙ্গণকে একটি মিলনমেলায় পরিণত করে।


বক্তারা বলেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে এ ধরনের সহশিক্ষা কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Post Top Ad

Responsive Ads Here