![]() |
| বিএনপি ক্ষমতায় গেলে ৪ কোটি মানুষ পাবে ফ্যামেলি কার্ড: শহীদুল ইসলাম বাবুল |
সদরপুর উপজেলা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুর-৪ আসন (সদরপুর–ভাঙ্গা–চরভদ্রাসন) থেকে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী শহীদুল ইসলাম খান বাবুল বলেছেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে দেশের ৪ কোটি মানুষকে ফ্যামেলি কার্ড দেওয়া হবে। এই ফ্যামেলি কার্ডের মাধ্যমে দেশ থেকে দারিদ্র্য দূর করার উদ্যোগ নেওয়া হবে।
রবিবার (২৫ জানুয়ারি) রাত ৯টায় ফরিদপুরের সদরপুর উপজেলার সদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী জাফরের বাড়িতে আয়োজিত বিএনপির নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শহীদুল ইসলাম বাবুল বলেন, “এই নির্বাচন এমনি এমনি আসেনি। এই নির্বাচন আদায়ে অনেক রক্ত ঝরেছে। অনেক মানুষ গুম হয়েছেন। যাদের সঙ্গে একসঙ্গে রাজনীতি করেছি, তাদের অনেকেই আজ নেই। আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন আপনাদের এবং সাধারণ মানুষের সেবা করার জন্য।”
তিনি আরও বলেন, “আমি একজন সাধারণ কৃষক পরিবারের সন্তান। জাতীয়তাবাদী চেতনায় লড়াই-সংগ্রামের মধ্য দিয়েই বড় হয়েছি। ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য রক্ত ঝরিয়েছি, জেল-জুলুম সহ্য করেছি, কিন্তু কখনো আদর্শ থেকে পিছপা হইনি।”
উঠান বৈঠকে যুবদল নেতা বিল্লাল পেয়াদার সঞ্চালনায় এবং অ্যাডভোকেট হাবিবুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কৃষকদলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলমগীর কবির, ঢাকা মহানগর উত্তর কৃষকদলের যুগ্ম আহ্বায়ক জালালুদ্দিন রুমী, জেলা ছাত্রদলের সভাপতি আদনান হোসেন অনু, সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস, সদরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুতজ্জামান, সদস্য সচিব তরিকুল ইসলাম কবির মোল্যা, সাবেক সভাপতি মোকলেসুর রহমান, যুগ্ম আহ্বায়ক বাহালুল মাতুব্বরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং বিপুলসংখ্যক সাধারণ ভোটার।

