![]() |
| চরফ্যাশনে দাঁড়িপাল্লার পক্ষে ১১ দলীয় জোটের গণমিছিল |
চরফ্যাশন প্রতিনিধি:
ভোলার চরফ্যাশনে ১১ দলীয় জোটের উদ্যোগে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে নির্বাচনী গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৫ জানুয়ারি) বাদ মাগরিব পৌর এলাকার খাস মহল কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে গণমিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
গণমিছিলের অগ্রভাগে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আবুল কাশেম, চরফ্যাশন বার সমিতির সেক্রেটারি অ্যাডভোকেট রমিজ উদ্দিন, উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট এনামুল হক রায়হান, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ মহিবুল্লাহ, যুব বিভাগের সভাপতি মাওলানা জহিরুল ইসলাম, প্রচার সম্পাদক অধ্যাপক রেজাউল হাসান এমরান, যুবনেতা প্রিন্সিপাল ইব্রাহিম খলিলসহ ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ।
মিছিল শেষে অনুষ্ঠিত পথসভায় বক্তারা বলেন, গত ১৭ বছর দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। এবারের জাতীয় সংসদ নির্বাচনে জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে। দেশের মানুষ দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য জামায়াতসহ ১১ দলীয় জোটকে রাষ্ট্রক্ষমতায় দেখতে চায়।
বক্তারা আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৪ (চরফ্যাশন–মনপুরা) আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী মজলুম জননেতা অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামালকে দাঁড়িপাল্লা প্রতীকে বিপুল ভোটে বিজয়ী করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানানো হয়।
গণমিছিল ও পথসভায় ১১ দলীয় জোটের কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।

