![]() |
| ভোলা–লালমোহন সড়কে বাসচাপায় নিহত ৪ |
ভোলা সংবাদদাতা:
ভোলার লালমোহন সড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালকসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।
সোমবার (তারিখ) দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে লালমোহন উপজেলার গজারিয়া এলাকায় ডা. আজহার উদ্দিন ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাতে জানা যায়, ভোলা থেকে চরফ্যাশনগামী একটি নামবিহীন যাত্রীবাহী বাস (নম্বর: ভোলা-ব-০৫০০১৬) বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশায় থাকা এক নারী, এক শিশুসহ মোট চারজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা ও পুলিশ যৌথভাবে উদ্ধারকাজ শুরু করে। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। নিহতদের তাৎক্ষণিকভাবে পরিচয় জানা যায়নি।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউল ইসলাম জানান, দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে দেখা হচ্ছে। নিহতদের মধ্যে একজন নারী, একজন শিশু ও দুজন পুরুষ রয়েছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি চলছে।
তিনি আরও জানান, দুর্ঘটনায় জড়িত বাসটি ফিটনেসবিহীন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

