ভোলা-২ আসনে জামায়াত প্রার্থীকে সমর্থনের ঘোষণা এলডিপি প্রার্থী মোকফার চৌধুরীর - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, জানুয়ারি ২৫, ২০২৬

ভোলা-২ আসনে জামায়াত প্রার্থীকে সমর্থনের ঘোষণা এলডিপি প্রার্থী মোকফার চৌধুরীর

 

ভোলা-২ আসনে জামায়াত প্রার্থীকে সমর্থনের ঘোষণা এলডিপি প্রার্থী মোকফার চৌধুরীর
ভোলা-২ আসনে জামায়াত প্রার্থীকে সমর্থনের ঘোষণা এলডিপি প্রার্থী মোকফার চৌধুরীর


ভোলা প্রতিনিধি:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-২ (দৌলতখান–বোরহানউদ্দিন) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুফতি মাওলানা ফজলুল করিমকে সমর্থনের ঘোষণা দিয়েছেন এলডিপি মনোনীত প্রার্থী মোখফার উদ্দিন চৌধুরী।


রোববার (২৫ জানুয়ারি) ভোলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ সমর্থনের কথা জানান। সংবাদ সম্মেলনে এলডিপি প্রার্থী বলেন, বৃহত্তর রাজনৈতিক ঐক্য ও জোটের সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে তিনি জামায়াত প্রার্থীর পক্ষে অবস্থান নিয়েছেন।


সংবাদ সম্মেলনে জানানো হয়, জামায়াত প্রার্থী মুফতি মাওলানা ফজলুল করিম শক্ত সাংগঠনিক ভিত্তি ও ন্যায় প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে নির্বাচনি প্রচারণায় এগিয়ে থাকলেও কেন্দ্রীয় হাইকমান্ডের নির্দেশনায় তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।


এতে আরও বলা হয়, ১১ দলীয় জোটের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী ভোলা-২ আসনে জোটের সর্বসম্মতিক্রমে নির্বাচনি মাঠে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি চলছে। জোটের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে প্রচারণা চালাবেন বলে সংবাদ সম্মেলনে আশাবাদ ব্যক্ত করা হয়।


এদিকে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা রয়েছে, বিএনপির শক্ত অবস্থান ও একাধিকবারের সংসদ সদস্য হাফিজ ইব্রাহিমের বিপুল ভোটের সম্ভাবনার বিপরীতে এবার ভোলা-২ আসনে কঠোর ভোটযুদ্ধের আভাস মিলছে। স্থানীয় ভোটার ও সমর্থকদের মতে, আসন্ন নির্বাচন এ আসনে হবে বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।



Post Top Ad

Responsive Ads Here