![]() |
| জঙ্গল সলিমপুরে র্যাব সদস্য হত্যা: পলাতক আসামি সাগর গ্রেপ্তার |
মো: নাজমুল হোসেন ইমন, স্টাফ রিপোর্টার:
চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় সন্ত্রাসী হামলায় র্যাব সদস্য ডিএডি আব্দুল মোতালেব নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি আলীরাজ হাসান ওরফে সাগরকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব-৭, চট্টগ্রাম এবং র্যাব-১৫, কক্সবাজারের যৌথ আভিযানিক দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
রোববার (২৫ জানুয়ারি) র্যাব-৭, চট্টগ্রামের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টের মাধ্যমে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়।
র্যাব সূত্র জানায়, জঙ্গল সলিমপুর এলাকায় সন্ত্রাসী গ্রুপের হামলায় র্যাব সদস্য নিহত ও একাধিক সদস্য আহত হওয়ার পাশাপাশি সরকারি সম্পত্তি ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তারকৃত সাগর এজাহারনামীয় পলাতক আসামি ছিলেন।
আইনশৃঙ্খলা বাহিনী আশা করছে, তাকে গ্রেপ্তারের মাধ্যমে মামলার তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি আসবে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে সহায়ক হবে।

