![]() |
| ফরিদপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী আবুল বাসার খানকে সমর্থন দিল ইসলামী আন্দোলন |
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসনে ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. আবুল বাসার খানকে আনুষ্ঠানিকভাবে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ইসলামী আন্দোলনের আলফাডাঙ্গা উপজেলা শাখার নেতাকর্মীরা।
শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে আলফাডাঙ্গা উপজেলার পাঁচুড়িয়া ইউনিয়নের বেড়িরহাট বাজারে আয়োজিত এক আলোচনা সভায় দলটির নেতৃবৃন্দ এ সমর্থনের কথা জানান।
ইসলামী আন্দোলন বাংলাদেশের আলফাডাঙ্গা উপজেলা শাখার সভাপতি মাওলানা শরিফুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বতন্ত্র প্রার্থী মো. আবুল বাসার খান। সভাটি পরিচালনা করেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাদী জসিম উদ্দীন।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ফরিদপুর জেলা শাখার সভাপতি মুফতি মোস্তফা কামাল, শ্রমিক আন্দোলনের জেলা শাখার সভাপতি মিজানুর রহমান, ইসলামী আন্দোলনের উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মুফতি বেলায়েত হোসাইন হামিদী, উপজেলা মুজাহিদ কমিটির সভাপতি ক্বারী আক্কাচ আলী, সাধারণ সম্পাদক মাওলানা আবু বকর এবং ইসলামী যুব আন্দোলনের উপজেলা শাখার সভাপতি মাওলানা সেকেন্দার আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা জানান, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী ইসলামী সমমনা দলগুলোর সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত থাকায় ফরিদপুর-১ আসনে ইসলামী আন্দোলনের কোনো নিজস্ব প্রার্থী মনোনয়নপত্র দাখিল করা হয়নি। পরবর্তীতে দল এককভাবে নির্বাচনের সিদ্ধান্ত নিলেও এই আসনে প্রার্থী না থাকায় দলীয় আমীর (চরমোনাই পীর)-এর নির্দেশনায় স্বতন্ত্র প্রার্থী মো. আবুল বাসার খানকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
তারা আরও বলেন, ফুটবল প্রতীককে বিজয়ী করতে ইসলামী আন্দোলনের সকল পর্যায়ের নেতাকর্মীরা এখন থেকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করবেন।

