নির্বাচনে দায়িত্ব পালনে সম্পূর্ণ নিরপেক্ষ থাকার নির্দেশ আইজিপির - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, জানুয়ারি ২৫, ২০২৬

নির্বাচনে দায়িত্ব পালনে সম্পূর্ণ নিরপেক্ষ থাকার নির্দেশ আইজিপির

 

নির্বাচনে দায়িত্ব পালনে সম্পূর্ণ নিরপেক্ষ থাকার নির্দেশ আইজিপির
নির্বাচনে দায়িত্ব পালনে সম্পূর্ণ নিরপেক্ষ থাকার নির্দেশ আইজিপির


মো: নাজমুল হোসেন ইমন, স্টাফ রিপোর্টার:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পুলিশ সদস্যদের দায়িত্ব পালনের সময় সম্পূর্ণ নিরপেক্ষ থাকার নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।


শনিবার চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সের সিভিক সেন্টারে আয়োজিত এক প্রাক-নির্বাচনি সভায় পুলিশ কর্মকর্তাসহ ফোর্স সদস্যদের উদ্দেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।


আইজিপি বাহারুল আলম বলেন, নির্বাচনের সময় সর্বোচ্চ সতর্কতা, ধৈর্য ও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালন করতে হবে, যাতে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। তিনি বলেন, বাংলাদেশ পুলিশ দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও জনগণের জান-মাল নিরাপত্তায় দীর্ঘদিন ধরে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছে।


জনবান্ধব পুলিশিং জোরদারের ওপর গুরুত্বারোপ করে আইজিপি বলেন, জনগণের দোরগোড়ায় সহজ, দ্রুত ও কার্যকর পুলিশি সেবা পৌঁছে দিতে হবে। এতে পুলিশের প্রতি মানুষের আস্থা আরও বাড়বে।


দায়িত্ব পালনের সময় বডিওর্ন ক্যামেরার ব্যবহার নিশ্চিত করার নির্দেশ দিয়ে তিনি বলেন, এতে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে এবং পুলিশের কার্যক্রম আরও বিশ্বাসযোগ্য হবে।


সভায় স্বাগত বক্তব্য দেন চট্টগ্রামের পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পুলিশের প্রস্তুতি, নিরপেক্ষতা ও পেশাদার ভূমিকার গুরুত্ব তুলে ধরেন।



Post Top Ad

Responsive Ads Here