সুনামগঞ্জ-৫ আসনে হাফিজ আব্দুল কাদিরের নির্বাচনী যাত্রা শুরু - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, জানুয়ারি ২৩, ২০২৬

সুনামগঞ্জ-৫ আসনে হাফিজ আব্দুল কাদিরের নির্বাচনী যাত্রা শুরু

 

সুনামগঞ্জ-৫ আসনে হাফিজ আব্দুল কাদিরের নির্বাচনী যাত্রা শুরু
সুনামগঞ্জ-৫ আসনে হাফিজ আব্দুল কাদিরের নির্বাচনী যাত্রা শুরু


ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সুনামগঞ্জ-৫ (ছাতক–দোয়ারাবাজার) আসনে খেলাফত মজলিস মনোনীত ও ১০ দলীয় ঐক্য সমর্থিত প্রার্থী হাফিজ মাওলানা আব্দুল কাদির সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তার নির্বাচনী কার্যক্রম শুরু করেছেন।


শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল ১০টা ৩০ মিনিটে ছাতক উপজেলা নির্বাচনী প্রধান কার্যালয়ে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় ও জাতীয় পর্যায়ের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


সংবাদ সম্মেলনে খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা সভাপতি ইমাম উদ্দিন, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুল হান্নান, জেলা সহ-সভাপতি মাওলানা সদরুল আমিন, নির্বাচন পরিচালনা কমিটির ছাতক প্রধান সমন্বয়ক মাওলানা আকিক হোসাইনসহ দলটির জেলা, উপজেলা ও পৌর পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।


এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি মাওলানা আখতার হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আখতার হোসেন আতিক, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ জাবেদ, ছাত্র মজলিস সুনামগঞ্জ জেলা সভাপতি এনামুল হক আলীসহ খেলাফত মজলিসের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।


সংবাদ সম্মেলনে এমপি প্রার্থী হাফিজ মাওলানা আব্দুল কাদির বলেন, তিনি আল্লাহর নির্দেশিত পথ ও রাসুলুল্লাহ (সা.)-এর প্রদর্শিত আদর্শ অনুযায়ী খোলাফায়ে রাশেদার শাসনব্যবস্থার আলোকে রাষ্ট্র ও সমাজ পরিচালনায় ভূমিকা রাখতে চান। তিনি প্রতিশ্রুতি দেন, নির্বাচিত হলে সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের অধিকার, ধর্মীয় স্বাধীনতা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করবেন।


তিনি আরও বলেন, হিন্দু ও অন্যান্য অমুসলিম জনগোষ্ঠীর আর্থিক, সামাজিক ও ধর্মীয় নিরাপত্তা রক্ষায় তিনি আন্তরিকভাবে দায়িত্ব পালন করবেন এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে জনগণের সহযোগিতা কামনা করেন।


উল্লেখ্য, হাফিজ মাওলানা আব্দুল কাদির ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের তকিপুর গ্রামের বাসিন্দা। তিনি মাস্টার হাজী ইলিয়াস আলীর সন্তান।


Post Top Ad

Responsive Ads Here