![]() |
| এনসিপির একমাত্র বিদ্রোহী প্রার্থী হাসিবুর রহমান অপুকে দল থেকে অব্যাহতি |
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় ফরিদপুর জেলা এনসিপির আহ্বায়ক মো. হাসিবুর রহমান অপু ঠাকুরকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য (দপ্তর সেল) তৌহিদ আহমেদ আশিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করার অভিযোগে আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্য সচিব আকতার হোসেনের নির্দেশক্রমে মো. হাসিবুর রহমান অপু ঠাকুরকে দলের সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এ বিষয়ে এনসিপি ফরিদপুর জেলা কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম জাহিদ বলেন, ফরিদপুর-১ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করায় এবং দলীয় সিদ্ধান্ত অমান্য করায় হাসিবুর রহমান অপুকে জেলা আহ্বায়ক পদসহ সব সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এদিকে অব্যাহতির বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে শুক্রবার দুপুরে মো. হাসিবুর রহমান অপু ঠাকুর বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচন করতে অনীহা প্রকাশ করায় কেন্দ্রীয় সিদ্ধান্তে আমাকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে আমি মানুষের ভালোবাসা ও জুলাই যোদ্ধাদের প্রতিশ্রুতি রক্ষার্থেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছি।”
তিনি আরও বলেন, “ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন এবং গরিব ও দুঃখী মানুষের পাশে দাঁড়ানোই আমার রাজনীতির মূল লক্ষ্য। আমার কর্মী-সমর্থকরা জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।”

