ভারতের পররাষ্ট্র সচিব জরুরি সফরে ঢাকা আসছেন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, এপ্রিল ১৯, ২০১৯

ভারতের পররাষ্ট্র সচিব জরুরি সফরে ঢাকা আসছেন

নিউজ ডেস্ক- চলমান লোকসভা নির্বাচনের মধ্যেই মে মাসের শুরুর দিকে জরুরি এক সফরে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিজয় কেশব গোখলে।


জানা যায়, এ সফরের সম্ভাব্য সময় জানিয়ে ঢাকার কাছে আনুষ্ঠানিক প্রস্তাব পাঠিয়েছে নয়াদিল্লি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও দেখা করতে চেয়েছেন বিজয় কেশব গোখলে। তবে, ঠিক কী কারণে তার এ সফর সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
তবে সংশ্লিষ্ট কূটনীতিকরা জানান, সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারতে এখন লোকসভা নির্বাচন চলছে। এরই মধ্যে দেশটির পররাষ্ট্র সচিবের ঢাকা সফর অবশ্যই বিশেষভাবে তাৎপর্যপূর্ণ।
২০১৮ সালের জানুয়ারিতে পররাষ্ট্র সচিবের দায়িত্ব পেয়ে বিজয় গোখলে গত বছরের এপ্রিলে বাংলাদেশ সফর করেন।

Post Top Ad

Responsive Ads Here