ফরিদপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের দুদিনের অবস্থান কর্মসূচি শুরু - সময় সংবাদ | Popular Bangla News Portal

শিরোনাম

Monday, July 01, 2019

ফরিদপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের দুদিনের অবস্থান কর্মসূচি শুরু


ফরিদপুর প্রতিনিধি :
রাষ্ট্রীয় কোষাগার হতে কর্মকর্তা-কর্মচারীদের শতভাগ বেতন-ভাতা প্রদানসহ পেনশন প্রথা চালুর দাবী এবং জনপ্রতিনিধিদের সম্মানীভাতা প্রদানের দাবিতে ফরিদপুর পৌরসভাসহ জেলার ৫টি পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা দুদিনের অবস্থান কর্মসূচি শুরু করেছে। 

দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সোমবার সকাল ৯টা হতে বিকাল ৫টা পর্যন্ত তারা পৌরসভার সকল ধরনের সেবা বন্ধ করে কর্মকর্তা-কর্মচারীরা দুদিনের অবস্থান কর্মসূচি শুরু করে। 

ফরিদপুর পৌরসভার সামনে বাংলাদেশ পৌরসভা সার্ভিস এ্যাসোসিয়েশনের আয়োজনে জেলা কমিটির সভাপতি সৈয়দ আশরাফের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পৌরসভা সার্ভিস এ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ আব্দুল আলিম।
 
এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য মোঃ শামসুল আলম, সহ-সভাপতি মোঃ আজিজুল ইসলাম বাদল, আইন বিষয়ক সম্পাদক সৈয়দ আহাদুজ্জামান, তথ্য ও গবেষনা সম্পাদক মোঃ ফজলুল করিম, ফরিদপুর ইউনিট কমিটির সভাপতি মোল্লা মোঃ শফিকুল ইসলাম, সাধারন সম্পাদ মোঃ ফরহাদ হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক দেলোয়ারা বেগম প্রমুখ।
 
বক্তরা সরকারের কাছে অবিলম্বে তাদের দাবি মেনে নেওয়ার আহবান জানান। অন্যথায় তারা আগামীতে বৃহত্তর আন্দোলনে যাওয়ার ঘোষনা দেন কর্মসূচি থেকে।

No comments: