মেহের আমজাদ,মেহেরপুর-
মেহেরপুর জেলা আওয়ামী লীগের আয়োজনে জাতীয় শোক দিবসের আলোচনা ও বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকালে মেহেরপুর সদর উপজেলার কোলার মোড়ে বাইপাস সড়কে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন ও জাতীয় শোক দিবসের আলোচনা এবং সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ^াসের সভাপতিত্বে জাতীয় শোক দিবসের আলোচনা,বৃক্ষরোপন কর্মসূচী ও সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন এমপি।
আলোচনা সভা ও সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুজিবনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমাম হোসেন মিলু,আমদহ ইউপি চেয়ারম্যান আনারুল ইসলাম,আওয়ামীলীগ নেতা আব্দুস সালাম,এ্যাডঃ কাজী শহিদুল হক, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধন প্রমুখ