মেহের আমজাদ,মেহেরপুর-
মেহেরপুরে ঘূর্ণিঝড় এবং কালবৈশাখীর ঝড়ে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে জেলা প্রাশাসকের কার্যালয় চত্তরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্থদের হাতে টিন ও নগদ অর্থ তুলে দেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন এমপি। এ সময় সেখানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আতাউল গনি, পুলিশ সুপার এস.এম মুরাদ আলী,অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)ইবাদত হোসেন,স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ তৌফিকুর রহমান,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাহিদা ইসলাম প্রমুখ।
এ সময় মন্ত্রী বলেন,সরকার সব সময় অসহায় মানুষের পাশে আছে। তাদের জন্য চালু করেছে বিধবাভাতা,বয়স্কভাতা । এখন প্রতিটি অসহায় পরিবারকে গৃহ নির্মান করে দিচ্ছেন। সমাজে কোন মানুষ যাতে পিছিয়ে না পড়ে সে লক্ষে কাজ করছে সরকার। এ দিন ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে ৩৬ জনকে ৩৯ বান্ডিল টিন এবং ১ লক্ষ ১৭ হাজার টাকা প্রদান করা হয়। জেলায় অসহায় ও ঝড়ে ক্ষতিগ্রস্থ ৩৫০ পরিবারের মাঝে পর্যায়ক্রমে ৩৫০ বান্ডিল টিন ও ১০ লক্ষ ৫০ হাজার টাকা প্রদান করা হবে।