পুষ্টি ব্রান্ডের পন্যে ফরিদপুরের বাজারে আনলো টিকে গ্রুপ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, আগস্ট ৩০, ২০১৯

পুষ্টি ব্রান্ডের পন্যে ফরিদপুরের বাজারে আনলো টিকে গ্রুপ


সঞ্জিব দাস, ফরিদপুর থেকে :
পুষ্টি ব্রান্ডের পন্যে আনুষ্ঠানিক ভাবে ফরিদপুরের বাজারে আনলো টিকে গ্রুপ। শুক্রবার সন্ধ্যায় ফরিদপুর শহরের পৌর অডিটেরিয়ামে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে পুষ্টি সয়াবিন তৈল, আটা, ময়দা, সুজি, চা, মুশুড়ির ডাল, রাইস ব্রান ওয়েল, ফ্যামিলি ব্রান্ডের পাম ওলিনসহ বিভিন্ন পন্যে‘ সর্বসাধারনের সামনে উন্মক্ত করে টিকে গ্রুপের স্থানীয় পরিবেশক দ্যুতি প্রীতি ট্রেড ইন্টারন্যাশনাল।

দ্যুতি প্রীতি ট্রেড ইন্টারন্যাশনাল এর আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসিবে বক্তব্য রাখেন টিকে গ্রুপের পরিচালক (বিপনন) মোফাচ্ছেল হক। 

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দ্যুতি প্রীতি ট্রেড ইন্টারন্যাশনালের ব্যবস্থাপক মাহাবুবুল হাসান পিংকু, টিকে গ্রæপের উপ-মহা ব্যবস্থাপক সফিকুল ইসলাম, হেড অফ ব্রান্ড পুষ্টি ইব্রাহীম খলিল, দ্যুতি প্রীতির পরিচালক হাফিজুর রহমান খান লাবুসহ জেলার বিভিন্ন এলাকার ব্যবসায়িক প্রতিনিধি।

অনুষ্ঠানে পুষ্টির  পণ্য পরিচয় করিয়ে বক্তারা বলেন, টিকে গ্রুপের পন্য দেশের মানুষের স্বাস্থ্য ঝুকি ঠিক রাখতে, অত্যান্ত নিবিড় পর্যক্ষেনের মাধ্যমে মান সম্মতভাবে তৈরী করা হয়েছে। ফলে এসব পণ্য ইতিমধ্যে দেশের মানুষের মধ্যে আস্থা অর্জন করেছে। পণ্যগুলি ফরিদপুর জেলাও আস্থা অর্জন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এসময় প্রধান অতিথি বলেন, টিকে গ্রæপ বার্ষিক ২০ হাজার কোটি টাকার পন্য বিক্রি করে দেশে। যা যেকোন গ্রুপ থেকেও অনেক বড়। তিনি বলেন এখানে ৫০ হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে। যা দেশের অর্থনীতি বড় ভূমিকা রাখছে বলে তিনি বলেন। 

অনুষ্ঠান শেষে নৈশভোজ, লটারীসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে দেশ বরণ্য টিভি শিল্পীরা গান পরিবেশন করে। 

এরআগে বাদ জুম্মা শহরের বায়তুল মোকাদ্দম মসজিদে মিলাদ ও দোয়া শেষে দ্যুতি প্রীতি ইন্টারন্যাশনালের ফদিরপুর কার্যালয় উদ্বোধন করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুল হাসান পিংকুর মাতা সৈয়দা হোসনে হেনা বানু।

Post Top Ad

Responsive Ads Here