পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ রাঙামাটি জেলার শাখা কাউন্সিল অনুষ্ঠিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, আগস্ট ৩০, ২০১৯

পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ রাঙামাটি জেলার শাখা কাউন্সিল অনুষ্ঠিত




মহুয়া জান্নাত মনি,রাঙামাটি প্রতিনিধি-

সকল ক্ষেত্রে পাবর্ত্য বাঙালীদের সাংবিধানিক অধিকার দিতে হবে, এই শ্লোগানকে সামনে রেখে রাঙামাটিতে পার্বত্য বাঙালী ছাত্র পরিষদ, রাঙামাটি জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার সকাল ১০টায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাস্কৃতিক ইনিস্টিউট হলরুমে পার্বত্য বাঙালী ছাত্র পরিষদ আয়োজনে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়। 

রাঙামাটি পার্বত্য বাঙালী ছাত্র পরিষদ সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে আয়োজিত কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন, বাঙালী ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা সেক্রেটারী ও কেন্দ্রীয় উপদেষ্টা, পার্বত্য নাগরিক পরিষদ মহাসচিব অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরী।

অনুষ্ঠিত কাউন্সিলের আলোচনা সভায় বক্তারা শিক্ষা ক্ষেত্রে পিছিয়ে পড়া পার্বত্য বাঙালী জনগোষ্ঠীর জন্য, পাহাড়ের উপজাতীদের মত কোটা প্রথার সমঅধিকার চেয়ে, তিন পার্বত্য জেলার সকল বাঙালী ছাত্র-ছাত্রীদের অগ্রসরের লক্ষে বাংলাদেশের সকল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে কোটা প্রথা চালু করা জোড় দাবি জানান। 

অনুষ্ঠানে রাঙামাটি জেলা কাউন্সিলের প্রধান আলোচক বিশিষ্ট শিক্ষাবিদ পার্বত্য বিষয়ক লেখক ও গবেষক অধ্যাপক মাহফুজুর রহমান, প্রধান বক্তা বাঙালী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির আহবায়ক ও উপদেষ্টা সদস্য অধ্যক্ষ আবু তাহের, বাঘাইছড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাউয়ুম, সাবেক কেন্দ্রীয় সভাপতি ও উপদেষ্টা সদস্য পিবিসিপি ইসমাইল নবী শাওন, সাবেক কেন্দ্রীয় সভাপতি ও উপদেষ্টা সদস্য পিবিসিপি অ্যাডভোকেট ইব্রাহিম মনির, রাঙামাটি সাবেক সভাপতি পিবিসিপি আলমগীর হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। 

কাউন্সিলে আলোচনা সভা শেষে, সকলের সম্মতিক্রমে মোঃ জাহাঙ্গীর আলম কে সভাপতি ও মোঃ মান্নান কে সাধারণ সম্পাদক করে ১৭ বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়। 

এসময় রাঙামাটি জেলার বিভিন্ন কলেজের পার্বত্য বাঙালী ছাত্র পরিষদের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন।

Post Top Ad

Responsive Ads Here