মেহের আমজাদ,মেহেরপুর-
মেহেরপুর অরণি থিয়েটার ও অরণি চিলড্রেন্স থিয়েটার পরিবেশনায় ‘ব্যাথিত রাতের বয়ান’ নাটকের মঞ্চায়ন হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাত ৮ টার দিকে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অরণি থিয়েটারের সভাপতি নিশান সাবেরের রচনা ও নির্দেশনায় পরিবেশিত হয় নাটক ‘ব্যাথিত রাতের বয়ান’। নাটকের অভিনয় শিল্পীরা হলেন,আরিয়ান, ওয়াসিম, লাজুক, মুক্তা, রুবেল, নাসিম, নীল প্রমুখ।
অরণি থিয়েটার ও অরণি চিলড্রেন্স থিয়েটারের নাটকে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলাম, সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল আমিন,জেলা শিল্পকলা একাডেমীর সহ-সভাপতি মফিজুর রহমান প্রমুখ।