মেহের আমজাদ,মেহেরপুর-
চার দিনের সরকারি সফরে আগামী বৃহস্পতিবার (২৯আগষ্ট) মেহেরপুরে আসছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য, জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন। এই চার দিনে তিনি মেহেরপুরের বিভিন্ন সরকারি ও বেসরকারী অনুষ্ঠানে অংশ নেবেন।
সোমবার জনপ্রশাসন প্রতিমন্ত্রীর একান্ত সচিব মোঃ রেজাউল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
সফরসুচীর মধ্যে রয়েছে বৃহস্পতিবার বিকাল সাড়ে চারটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে যশোরের উদ্দেশ্যে রওনা হবেন। পরে যশোর থেকে সড়ক পথে মেহেরপুর নিজ বাসভবনে রাত সাড়ে ৯টায় পৌঁছাবেন।
পরদিন ৩০ আগষ্ট শুক্রবার সকাল সাড়ে ১০ টায় মেহেরপুর কালেক্টরেট প্রাঙ্গণে ঘুর্নিঝড় ফনীর প্রভাবে ও পরবর্তী কাল বৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্থদের ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন, দুপুর সাড়ে ১২টায় কালেক্টর মসজিদে জুম্মার নামায আদায়, বিকাল চারটায় আমঝুপি কোলার মোড় হতে মুজিবনগর কেদারগঞ্জ পর্যন্ত বাইপাস সড়কের পাশে বৃক্ষরোপন কার্যক্রমের উদ্বোধন ও জনসভায় যোগদান করবেন।
শনিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে গৃহিত কর্মসূচির সমাপনী ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, দুপুর ১২ টায় মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে “সিডকো আর্সেনিক রিমুভাল প্লান্ট” এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বিকাল চারটায় ছহিউদ্দিন ডিগ্রী কলেজের গভর্নিং বডির আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন।
রবিবার সকাল ৬ টায় যশোর বিমান বন্দরের উদ্দেশ্যে মেহেরপুর ত্যাগ করবেন।