মেহেরপুর পুলিশ সুপারের সাথে মোটর সাইকেল ডিলার ও বিআরটিএ কর্মকর্তাদের মতবিনিময় - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, আগস্ট ২৯, ২০১৯

মেহেরপুর পুলিশ সুপারের সাথে মোটর সাইকেল ডিলার ও বিআরটিএ কর্মকর্তাদের মতবিনিময়

মেহের আমজাদ,মেহেরপুর-
মেহেরপুর পুলিশ সুপারের সাথে মোটর সাইকেল বিক্রয়কারি ডিলার, বিআরটিএ কর্মকর্তা ও যানবাহনের রেজিঃ ফিস জমাদানকারি ব্যাংক  প্রতিনিধিদের নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মেহেরপুর পুলিশ সুপার এস.এম মুরাদ আলী। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন অতিরিক্তি  পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, মেহেরপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল আলম, মেহেরপুর সদর থানার ওসি শাহ্ দারা খান, ট্রাফিক পুলিশের টিআই ইসমাইল হোসেন, চুয়াডাঙ্গা-মেহেরপুর সার্কেল মোটরযানের এডি আতিয়ার রহমান, মেহেরপুর বিআরটিএ মটরযান পরিদর্শক সালাউদ্দিন প্রিন্স,বড় বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মনিরুজ্জামান দিপু, হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক জাহিদ ইকবাল শিমন প্রমূখ। পুলিশ সুপার জানান,মোটর সাইকেল কিনতে লাগবে নুন্যতম শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স। আগামী ১ সেপ্টেম্বর থেকে নুন্যতম শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স না থাকলে তার নিকট মোটর সাইকেল বিক্রি করা যাবে না। মতবিনিময় সভায় পুলিশ সুপার এস.এম মুরাদ আলী সরকারী এ সিদ্ধান্তের কথা মোটর সাইকেল বিক্রিয়কারী ডিলারদের জানিয়ে দেন।

Post Top Ad

Responsive Ads Here