ঝিনাইদহ এলজিইডির জীপ চালক জগলু খুন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, আগস্ট ২৮, ২০১৯

ঝিনাইদহ এলজিইডির জীপ চালক জগলু খুন

ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহ এলজিইডি'র  চালক এটিএম হাসানুজ্জামান জগলুর (৫৭) জবাই করা লাশ পাওয়া গেছে। বুধবার সকালে যশোরের কাজী নজরুল ইসলাম কলেজ এলাকা থেকে তার লাশটি উদ্ধার করে যশোর কোতোয়ালি থানার পুলিশ। নিহত জগলুর বাড়ি কুষ্টিয়ার বুজিয়া গ্রামে।দেড় বছর আগে তিনি বদলী হয়ে ঝিনাইদহ এলজিইডি অফিসে যোগদান করেন। ঝিনাইদহ এলজিইডির প্রকৌশলী এনামুল হক খবর নিশ্চিত করে জানান, মঙ্গলবার রাত ৯টা পর্যন্ত জগলু অফিস করেছেন। সকালে তারা জানতে পারেন যশোরে জগলুর গলাকাটা লাশ পড়ে আছে।পারিবারিক কলহের কারণে জগলু খুন হতে পারেন বলে পুলিশ প্রাথমিক ভাবে মনে করছে।

Post Top Ad

Responsive Ads Here