মোস্তাফিজুর রহমান,গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি-
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মনিরুল ইসলাম মনির (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের স্বজনরা জানান, মনিরুল ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছিল। এরপর অসুস্থ্য অবস্থায় মঙ্গলবার রাত আনুমানিক ১১টায় বগুড়া টিএমএমএস মেডিক্যাল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত মনিরুল উপজেলার কামারদহ ইউনিয়নের ঘোড়ামারা গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, মনিরুল স্থানীয় মাস্তা শামসুল হক দাখিল মাদ্রাসা হতে দাখিল পাশ করার পর ঢাকায় একটি প্রাইভেট কোম্পানিতে চাকরী নিয়েছিল। সেখানে সে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়। কর্মস্থলের স্থানীয় চিকিৎসালয়ে চিকিৎসা নেয়ায় কোনো উন্নতি না হওয়ায় পরিবারের লোকজন চিকিৎসার জন্য গত ২৬ আগষ্ট সোমবার গ্রামের বাড়ীতে নিয়ে আসে। এরপর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে চিকিৎসার জন্য বগুড়া টিএমএমএস মেডিক্যাল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।নিহতের চাচা সিদ্দিকুল ইসলাম মনিরুলের মৃত্যুর তথ্য নিশ্চিত করেন।