নাটোরে বড়াইগ্রামে অদ্ভুত আকৃতির এক শিশুর জন্ম হলো - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, আগস্ট ২৭, ২০১৯

নাটোরে বড়াইগ্রামে অদ্ভুত আকৃতির এক শিশুর জন্ম হলো

আবু মুসা নাটোর থেকেঃ- 
নাটোরের বড়াইগ্রামে অদ্ভুত আকৃতির এক মেয়ে শিশুর জন্ম হয়েছে। মানবদেহে মস্তিষ্ক মাথার ভেতরে থাকলেও শিশুটির মস্তিষ্ক মাথার খুলির বাইরে।শিশুটি উপজেলার ধানাইদহ গ্রামের দিনমজুর জাহিদুল ইসলাম ও সোনিয়া খাতুন দম্পতির সন্তান।বিরল আকৃতির এ শিশুটিকে এক নজর দেখতে স্থানীয়রা হাসপাতালে ভিড় করছেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, মঙ্গলবার উপজেলার বনপাড়া জাহেদা হাসপাতালে নরমাল ডেলিভারির মাধ্যমে শিশুটির জন্ম হয়। কিন্তু তার মাথার গঠন স্বাভাবিক নয়। তার মস্তিষ্ক মাথার খুলির বাইরে ঝুলছে। এতে নবজাতক সন্তান হওয়ায় আনন্দের পরিবর্তে পরিবারটিতে চরম হতাশা নেমে এসেছে।
এ ব্যাপারে শিশুটির পিতা জাহিদুল ইসলাম বলেন, কত আশা নিয়ে স্ত্রীকে হাসপাতালে নিয়ে এসেছিলাম। কিন্তু আল্লাহ আমাকে এ কেমন সন্তান দিলেন। শুনছি, উপযুক্ত চিকিৎসা করালে নাকি সে ভালো হতে পারে। কিন্তু এত টাকা খরচ করার আমার সাধ্য কোথায়।

বনপাড়া জাহেদা হাসপাতালের কনসালটেন্ট ডা. জাহেদুল ইসলাম জানান, একে মেনিঙ্গোসিল বলে। শিশুটি জীবিত আছে, দুধ খাচ্ছে। শিশুটিকে ঢাকা অথবা রাজশাহীতে নিউরোসার্জনের কাছে নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here